ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৬ এপ্রিল : একটি নয়,দুটি নয়, দশ-দশটি ফুটসল অ্যাকাডেমি হতে চলেছে শহর কলকাতায়। সব কিছু ঠিক থাকলে আগামী ১৫ মে ফুটসলের এই দশটি অ্যাকাডেমি শুরু হয়ে যাবে। উদ্যোগ নিয়েছে রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ। আজ,বুধবার শহরের এক পাঁচতারা হোটেলে আনুষ্ঠানিক ঘোষণা করল আইএফএ।
ফুটসল অ্যাকাডেমির জন্য যে দশটি জায়গা বেছে নেওয়া হয়েছে তা হল- ১) যুবভারতী ক্রীড়াঙ্গনের ১৭ নম্বর র্যাম্প ২) হাওড়া ৩) নিউ আলিপুর ৪) চিনার পার্ক (রাজারহাট) ৫) গড়িয়া ৬) মিন্টো পার্ক ৭) বৈশাখী (সল্টলেক) ৮) তপসিয়া ৯) দমদম ১০) অ্যাকশন এড়িয়া-৩ (নিউ টাউন)।
এআইএফএফের সহসভাপতি ও আইএফএ-এর চেয়ারম্যান সুব্রত দত্ত ফুটসল অ্যাকাডেমির ঘোষণা করতে গিয়ে জানান,”অতীতেও বাংলা তথা ভারতে ফুটসল শুরু হয়েছিল। কিন্তু জনপ্রিয় হয়নি। পরে এআইএফএফ গত বছর দিল্লিতে বিভিন্ন রাজ্যের দল নিয়ে ফুটসল করেছে। মহমেডান স্পোর্টিং রানার্স হয়েছিল। আইএফএ গত বছর পাহাড়ে ফুটসল করেছে। এই ফুটসল এআইএফএএফের প্রজেক্ট। এবার কলকাতা শহরের দশটি জায়গায় আইএফএ ফুটসল অ্যাকাডেমি শুরু করছে। খুব ভাল উদ্যোগ।”
প্রসঙ্গত উল্লেখ্য, আইএফএ-এর ইতিহাসে এই প্রথম ফুটসল নয়। সুব্রত দত্ত যখন আইএফএ-এর সচিব ছিলেন তখন(২০০৬) তিনি অফিস দলগুলিকে নিয়ে কলকাতায় প্রথম ফুটসল টুর্নামেন্ট শুরু করেছিলেন। সেটাই ছিল বাংলায় প্রথম ফুটসল টুর্নামেন্ট। সেই বছর ফুটসল টুর্নামেন্টের জন্য টিভিএস মোটর কোম্পানিকে প্রধান স্পনসর হিসেবে এনেছিলেন এই সুব্রত দত্ত। পরে আইএফএ সচিব পদে বসার পর ফুটসলটা আর চালু রাখতে পারেননি উৎপল গাঙ্গুলি।
আইএফএ সচিব জয়দীপ মুখার্জি বলেন,”ফুটসল প্রজেক্টটা কিন্তু এআইএফএফের। গত দুই বছরে আমরা দল পাঠাতে পারিনি। অন্য রাজ্য ফুটসলে অনেকটাই এগিয়ে গিয়েছে। অন্য রাজ্য যদি পারে আমরা পারব না কেন?”
আইলিগের সিইও সুনন্দ ধর বলেন,”আমরা যখন শুরু করি তখন মাত্র চারটি রাজ্য দল পাঠাতে সমর্থ হয়েছিল। গতবছর ১২ টি রাজ্যের দল নিয়ে ফুটসল টুর্নামেন্ট করা গিয়েছে। আইএফএ-এর এই উদ্যোগকে সাধুবাদ জানাই।”
প্রসঙ্গত,যে দশটি জায়গায় ফুটসল হবে সেখানকার মাঠের ব্যবস্থাপনায় থাকছে বেশ কিছু স্থানীয় কিছু ক্রীড়াপ্রেমী। তাঁরাই মাঠের ব্যবস্থা করে আইএফএ-এর পাশে দাঁড়িয়েছেন। তার জন্য মাঠের দায়িত্বে থাকা কর্তাদের এদিন মঞ্চে উত্তরীয় ও মিস্টির হাঁড়ি দিয়ে বরণ করে নেওয়া হয়।
আইএফএ-এর ফুটসল কমিটির চেয়ারম্যান হয়েছেন ফুটবল কোচ রাজদীপ নন্দী। স্কাউটিংয়ের জন্য যুক্ত করা হয়েছে প্রাক্তন ফুটবলার প্রশান্ত ব্যানার্জিকে।
ফুটসল শুরু করতে আইএফএ-এর সঙ্গে যুক্ত হয়েছেন অপরূপ চক্রবর্তী। তিনি ফুটসল টেকনিক্যাল হেড। তাঁর দাবি,”দশটি মাঠ খুব উন্নতমানের। ইরান,বাহারিন,আয়ারল্যান্ড ও নরওয়ের ন্যাশনাল ফুটসল দলের কোচদেরও আইএফএ-এর এই ফুটসল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকবেন। স্থানীয় কোচেদের ফুটসল কোচিংয়ের প্রশিক্ষণও দেওয়া হবে।”
ফুটসল কোচিংয়ে শিক্ষিত করতে স্থানীয় কোচেদের প্রশিক্ষণ দেওয়া হবে বলছেন অপরূপ চক্রবর্তী। এদিকে আবার টেকনিক্যাল ডিরেক্টর পদ দেওয়া হল বাংলা দলের কোচ রঞ্জন ভট্টাচার্যকে। রঞ্জনকে এই পদে বসানো নিয়ে পাঁচতারা হোটেলে অনুষ্ঠান শেষে গুঞ্জন শোনা যায়। প্রশ্ন উঠছে রঞ্জন কি ফুটসল কোচিং সম্পর্কে ওয়াকিবহাল আছেন? নাকি পদটি পাইয়ে দেওয়া হল? প্রশ্নের উত্তরে অপরূপ সন্তোষজনক উত্তর দিতে পারেননি। তিনি বলেন,”রঞ্জন ভট্টাচার্য ফুটসল থেকে স্কাউট করে ফুটবলে নিয়ে আসবেন।”
অপরূপবাবু ফুটসল বিশেষজ্ঞ হয়েও “রাংতাকে রূপো ভাবছেন না তো”! ক্রমশ প্রকাশ্য।