১৩ মে ইস্টবেঙ্গল ক্লাবে সলমন শো, টিকিটে সদস‍্যদের ২৫℅ ছাড়

0

◆সোনাক্ষি ও সলমন (ফাইল ছবি)◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : এই প্রথম কলকাতা শহরে নাইট শো করে মাতাতে আসছেন বলিউডের ভাইজান সলমন খান। আগামী ১৩ মে ইস্টবেঙ্গল ক্লাবের মূল মাঠে হবে সলমন খান নাইট। এই বিষয় নিয়ে সোমবার সাংবাদিক সম্মেলন করে জানালেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারা।

সলমন নাইট শো নিয়ে ইস্টবেঙ্গল কর্তাদের সাংবাদিক সম্মেলন। সোমবার ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে

ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারা জানান, ক্লাবের শতবর্ষ উপলক্ষ্যে এই সলমন খান অনুষ্ঠান করার কথা ছিল দুই বছর আগেই। কিন্তু করোনার কারণে করা যায়নি। তবে এবার সলমন খান নাইট অনুষ্ঠানটি ইস্টবেঙ্গল ক্লাব সরাসরি পরিচালনা করছে না। একটি বেসরকারি সংস্থা এই অনুষ্ঠানের মূল আয়োজক।

‘দাবাং, দ্য ট্যুর — রিলোডেড’ – এই নামেই অনুষ্ঠান হতে চলেছে। এক মঞ্চে এক ঝাঁক বলিউড তারকার সমাবেশ। সলমন ছাড়াও আসছেন সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফের্নান্ডেজ, প্রভু দেবা, গুরু রণধাওয়া, আয়ুষ শর্মা, কামাল খান-সহ আরও অনেকে।

হাইভোল্টেজ এই অনুষ্ঠানের জন‍্য সর্ব নিম্ন টিকিটের দাম হল ১ হাজার টাকা। সর্বোচ্চ মূল‍্য ২৫ হাজার টাকা। ইস্টবেঙ্গল ক্লাবের যারা সদস‍্য তারা টিকিট কিনলে পাবেন ২৫ শতাংশ ছাড়। সর্বোচ্চ মূল‍্যের ২৫ হাজার টাকার টিকিটে দুইজন সলমন নাইট দেখতে পাবেন। সঙ্গে পাবেন খাবারও। টিকিট বিক্রির জন‍্য ইস্টবেঙ্গল ক্লাব ছাড়াও আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়িতেও কিয়স্ক বসছে। অন লাইনে টিকিট কাটা যাবে Insider.in এ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here