ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : সুষ্ঠুভাবে হয়ে গেল বয়স ভিত্তিক রাজ্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। গত ১০ জুলাই হরিনাভির স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। মূলত অনূর্ধ্ব – ১৭ ও অনূর্ধ্ব – ১৯ ছেলে-মেয়েদের নিয়ে এই চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল। অংশ নিয়েছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার খেলোয়াড়রা। শুক্রবার ছিল এই চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
অনূর্ধ্ব-১৭ বালকদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছে রূপম মজুমদার। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কনিষ্কা বিজার্নিয়া। অনূর্ধ্ব-১৭ বালকদের ডাবলসে চ্যাম্পিয়ন আদিত্য ব্রহ্ম ও করণজিৎ সাহা। বালিকাদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে পর্ণা দত্ত ও উজ্জয়নী সোম। এই বয়েসের মিক্সড ডাবলসে খেতাব জিতেছে ঋতব্রত চক্রবর্তী ও শ্রেয়া সিং।
অনূর্ধ্ব – ১৯ বালকদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন আয়ুষ্মান নন্দী। বালিকাদের বিভাগে চ্যাম্পিয়ন কনিষ্কা বিজার্নিয়া। ডাবলসে (বালক) খেতাব জয় করল আয়ুষ্মান নন্দী ও প্রীতম প্রসাদ। একই বিভাগে বালিকাদের মধ্যে চ্যাম্পিয়ন মুসকান চ্যাটার্জি ও সায়নী সরকার। মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন অস্মিত আগরওয়াল ও সায়নী সরকার। চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার তুলে দেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন (বাবুন) ব্যানার্জি ও আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি।