◆সলমনকে ২৭ নম্বর জার্সি তুলে দিচ্ছেন দেবব্রত সরকার ও রজত গুহ◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : দীর্ঘ ১৩ বছর পর ফের কলকাতা শহরে বলিউডের বেতাজ বাদশা সলমন খান। ১৩ বছর আগে মহমেডান ক্লাবের এক বিশেষ অনুষ্ঠানে এসেছিলেন সলমন। এবার এলেন ইস্টবেঙ্গল ক্লাবের জমজমাট অনুষ্ঠানে।
এদিন অনুষ্ঠানে সলমনকে লাল-হলুদ উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। সলমানের হাতে তুলে দেওয়া হয় ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উপলক্ষে তৈরি বিশেষ মুদ্রা। শুধু তাই নয়, সলমনের প্রিয় ২৭ নম্বর লাল-হলুদ জার্সি তুলে দেওয়া হয়। দেওয়া হয়েছে ক্লাবের আজীবন সদস্যপদ। এ ছাড়াও ক্লাব তাঁবুর মাঠের ঘাস এবং মাটি প্রতীকী হিসাবে তুলে দেওয়া হয় ভাইজানের হাতে। পাশাপাশি সলমন খানকে দিয়ে বেশ কিছু ফুটবলে সই করানো হয়।
লাল-হলুদের তরফে এমন সম্মান পেয়ে স্বাভাবিক ভাবেই আপ্লুত বলিউডের ভাইজান। ইস্টবেঙ্গলের সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত সলমন কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইস্টবেঙ্গলের মাঠে অনুষ্ঠান শুরুর কয়েক ঘন্টা আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে দেখা করেন সলমন খান। একান্তে বেশ কিছুক্ষন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন সল্লুভাই।
এদিন অনুষ্ঠানে ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে মেগা মিউজিক্যাল ডান্স শো অনুষ্ঠিত হয়। সুপারস্টার সলমান খানের নেতৃত্বে সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, গুরু রনধাওয়া, আয়ুষ শর্মা, পূজা হেগরে, কামাল খান সহ দাবাংয়ের পুরো দল মাতিয়ে দিয়ে গেলেন।