ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১০ অক্টোবর : প্রতিবছরের মতো এবারও নিজের পাড়ার বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজো উদ্বোধন করলেন সৌরভ গাঙ্গুলি। রবিবার পঞ্চমী তিথিতে ফিতে কেটে, প্রদীপ জ্বালিয়ে পুজো উদ্বোধন করেন সৌরভ।
বিসিসিআই সভাপতি সৌরভের বাড়ি চণ্ডী ভবন লাগোয়া এই বড়িশা প্লেয়ার্স কর্ণার পুজোর বয়স ৪৯ বছর ৷ বহু বছর ধরেই এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছেন গাঙ্গুলি পরিবারের সদস্যরা। পুজোর চারদিন সাধারণত বড়িশা প্লেয়ার্স কর্নারের মণ্ডপেই থাকেন মহারাজ ৷ কখনও তিনি ঢাকে বোল তোলেন, কখনও বা নিপাট আড্ডা দেন ৷ এত বছর ধরে এটাই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের পুজোর রুটিন ছিল। এবার তিনি সেই অর্থে একা। কন্যা সানা পড়াশুনোর জন্য লন্ডনে চলে গিয়েছে। তার সঙ্গে ডোনাও এই মুহূর্তে লন্ডনে আছে।
কাজেই স্ত্রী ডোনা এবং মেয়ে সানাকে ছাড়াই এ বারের পুজো কাটাতে হবে সৌরভকে। পড়াশুনোর কারণে সানা এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন। ডোনাও সেখানে মেয়ে সানার সঙ্গে আছেন। সৌরভ নিজেও গোটা পুজোয় কলকাতায় থাকছেন না। নবমীর দিনই তাঁকে আমিরশাহি যেতে হবে। দশমীর দিন আইপিএল ফাইনাল। সেখানে হাজির থাকবেন বিসিসিআই সভাপতি।