দুই দশক পর কলকাতায় পূর্বাঞ্চল দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : দেহ সৌষ্ঠব (বডি বিল্ডিং ) কে অন‍্য মাত্রায় আনতে কলকাতা শহরে জাঁকজমক ভাবে হতে চলেছে জাতীয় স্তরের প্রতিযোগিতা। দীর্ঘ দুই দশক পরে আবার কলকাতায় জাতীয় স্তরের দেহ সৌষ্ঠব প্রতিযোগিতার আসর বসতে চলেছে। আগামী ১২ ও ১৩ নভেম্বর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেন ওয়েস্ট বেঙ্গল বডি বিল্ডিং অ‍্যান্ড ফিজিক স্পোর্টস অ‍্যাসোসিয়েশনের সভাপতি স্বপন (বাবুন) ব‍্যানার্জি।

এই প্রতিযোগিতায় অংশ নেবেন ২৫০ জন প্রতিনিধি। বাংলার ছেলে-মেয়েরাও ছাড়াও অসম,মনিপুর,বিহার, মিজোরাম, নাগাল্যান্ড সিকিম সহ অন্য রাজ্য থেকে প্রতিযোগীরা আসছেন।

সংস্থার সভাপতি স্বপন ব্যানার্জি বলেন,”এই বডি বিল্ডিং একটা সময় দারুন জায়গায় ছিল। এই দেহ সৌষ্ঠবের মাধ‍্যমে বিশ্বের মানচিত্রে বাংলাকে তুলে ধরেছিলেন মনোতোষ রায়, মনোহর আইচ, মলয় রায়রা। বাংলায় অনেক প্রতিভা আছে। তাদের সঠিক ভাবে তুলে আনতে হবে।”

দেহ সৌষ্ঠব জগতের অন‍্যতম সফল তুষার শীল বলেন,” ১৯৫১ দেহ সৌষ্ঠবকে প্রথম বিশ্বের সামনে তুলে ধরেছিলেন মনোতোষ রায়। পরের বছর মনোহর আইচ অসাধারণ কৃতিত্বর সঙ্গে বাংলার দেহ সৌষ্ঠবকে একটা জায়গায় এনেছিলেন। পরবর্তীকালে ‘অর্জুন’ মলয় রায়, অঞ্জন মিত্র সহ আমরা একটা চেষ্টা করেছি। এখনও খুব ভাল মানের প্রতিভা বাংলায় আছে। এই প্রতিযোগিতায় বাংলা সাফল‍্য পাবে।”

এই প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তুষার শীল,অঞ্জন মিত্র, সংস্থার সচিব সুদীপ্ত সেনগুপ্ত, অর্গানাইজিং সচিব গৌতম দাস এবং কাউন্সিলর সঞ্চিতা মিত্র। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন মন্ত্রী শোভন দেব চ্যাটার্জি ও স্নেহাশিস চক্রবর্তী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here