ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, ২১ জুন : খেলাধূলার জগতে যোগ ব্যায়াম এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু খেলাই নয়, সমাজের বিভিন্ন মহলের মানুষ নিয়মিত যোগা করেই নিজেকে সুস্থ রাখেন। খেলোয়াড় থেকে কর্পোরেট জগতের মালিক, মন্ত্রী থেকে সাধারণ মানুষদের মধ্যে অনেকেই খেলাধূলার মধ্যে যোগাকে বেছে নিয়েছেন।
আজ,সপ্তম আন্তর্জাতিক যোগা দিবস। করোনার এই সময়ে নিজেকে ঠিক রাখতে যোগার ভূমিকাও আছে। এমনটাই মনে করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ যোগার উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন,”বিশ্বে যখন করোনার প্রাদুর্ভাব শুরু হয়, তখন কোনও দেশই তৈরি ছিল না । সেই সময় শরীরের ভিতরের শক্তি বাড়াতে সাহায্য করেছে যোগব্যায়াম । যোগব্যয়াম আত্মশৃঙ্খলা তৈরি করতে সহায়তা করে । এটি মানুষের প্রতি বিশ্বাস জাগিয়ে তোলে যাতে তাঁরা এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারেন । করোনার বিরুদ্ধে যাঁরা সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন, তাঁরা আমাকে বলেছেন’ যে তারা যোগব্যায়াম করে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অনেকটা সাহায্য করেছে ।
বিশ্বমানের বিশেষজ্ঞরা বলেছেন, এই ধরনের অনুশীলনগুলি শ্বাস-প্রশ্বাসের প্রক্রিয়াকে আরও ভাল করে তোলে।”
আজ, বাংলার বিভিন্ন জায়গায় যোগ দিবস পালন করা হয়। যেমন, যোগ বিশেষজ্ঞ তুষার শীল সাত সকালে করোনা বিধিনিষেধ মেনেই যোগদিবস পালন করেন।
ডানলপে বিএসএফ ক্যাম্পে (সাউথ বেঙ্গল ফ্রন্ট ইয়ার আইজি হেড কোয়ার্টার,রাজারহাট) আইজি অশ্বিনী কুমার সিং-এর উদ্যোগে বহু সেনা আজকের যোগ দিবসে অংশগ্রহণ করেন। ছিলেন বাংলার ক্যারাটের সেনসাই বিধান মল্লিকও।
এই যোগ দিবসে সামিল হয়েছিল জেলার বিভিন্ন ফুটবল কোচিং ক্যাম্পের ছেলেরাও। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে ফুটবলারদের নিয়ে যোগাভ্যাসে মাতলেন ফুটবল কোচ সঞ্জিত রায়।
বাঁকুড়ার নারায়নপুর ফুটবল কোচিং ক্যাম্পেও যোগ দিবস পালন করা হয়। এছাড়াও কলকাতার বিভিন্ন জায়াগায় যোগ দিবস পালন করা হয়।