ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : এবারে কমনওয়েলথ গেমসে ভারতকে প্রথম সোনা এনে দিলেন মীরাবাই চানু। বার্মিংহামে কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে দাপটের সঙ্গে সোনা জিতলেন ভারতের সোনার মেয়ে মীরাবাই। গত অলিম্পিকে জিতেছিলেন রুপো। তার আগে কমনওয়েলথ গেমসে জিতেছিলেন সোনা। শনিবার সোনা জিতে কমনওয়েলথ গেমসে দ্বিতীয়বার সোনা জিতলেন মীরাবাই। স্ন্যাচিং ও ক্লিন এবং জার্ক বিভাগে তুললেন মোট ২০১ কিলো ওজন।
স্ন্যাচিংয়ে প্রথম চেষ্টায় ৮৪ কিলো তোলেন চানু। পরের বার তোলেন ৮৮ কিলো। তৃতীয় বার ৯০ কিলো তুলতে গিয়ে ব্যর্থ হন। স্ন্যাচিং বিভাগের শেষে শীর্ষে ছিলেন তিনিই। ৮৮ কিলো তুলে গেমস রেকর্ড গড়েন চানু। এটি তাঁর ব্যক্তিগত রেকর্ডও।
কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনে ভারোত্তোলনে আরও দুটি পদক এসেছে ভারতের ঘরে। ৬১ কেজি বিভাগে পদক জিতলেন গুরুরাজা পুজারি। এছাড়াও ভারোত্তোলনে ব্রোঞ্জ পদক জিতেছেন সঙ্কেত সরগর। হাতে চোট নিয়েও ৫৫ কেজি বিভাগে ব্রোঞ্চ পদক জিততেন সঙ্কেত।