ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : আন্তঃপূর্বাঞ্চল ব্যাডমিন্ট চ্যাম্পিয়নশিপের আসর থেকে বাংলার ঘরে দুই পদক। মেনস সিঙ্গলস বিভাগে বাংলার আদিত্য মন্ডলকে হারিয়ে চ্যাম্পিয়ন হল অঙ্কিত মন্ডল। দক্ষিণ ২৪ পরগনা জেলার হরিনাভিতে স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে হয়ে গেল এই চ্যাম্পিয়নশিপ। মেনস সিঙ্গলস ছাড়াও বাংলার সাফল্য এসেছে জুনিয়র মিক্সড ডাবল বিভাগে। দেব মুখার্জি ও মুস্কান চ্যাটার্জি চ্যাম্পিয়ন হয়েছে। বাংলার এই জুটি হারিয়েছে ঝাড়খন্ডের প্রিয়াংশু তির্কে ও অনন্যা সিং জুটিকে।
বাংলা দুটি বিভাগে সাফল্য পেলেও এই চ্যাম্পিয়নশিপে দাপট দেখিয়ে সর্বাধিক সাফল্য পেয়েছে উত্তর প্রদেশ রাজ্য। জুনিয়র বয়েস সিঙ্গলস বিভাগে উত্তর প্রদেশের হরসিত তোমার চ্যাম্পিয়ন হয়েছে। জুনিয়র বয়েস ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছে উত্তরপ্রদেশের অংশভিশাল গুপ্তা ও উজ্জল জুটি।
এছাড়াও মেনস ডাবলসে উত্তর প্রদেশের আয়ুষ আগরওয়াল-দক্ষ গৌতম,উওমেন্স সিঙ্গলসে অমোলিকা সিং এবং উওমেন্স ডাবলসে সমৃদ্ধি সিং-সোনালি সিং চ্যাম্পিয়ন হয়েছেন। সিনিয়র মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছেন উত্তরাখন্ডের সোহেল আহমেদ ও আর গর্গ।
আন্তঃপূর্বাঞ্চল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছিল ১২ অগাষ্ট। আজ,সোমবার ছিল ফাইনাল। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। ছিলেন রাজ্য সংস্থার সভাপতি উষানাথ ব্যানার্জি। চ্যাম্পিয়নশিপের শুরু থেকে শেষ পযর্ন্ত উপস্থিত ছিলেন রাজ্য ব্যাডমিন্টন সংস্থার সচিব শেখর বিশ্বাস।