ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : এবারের ISL শুরু হতে যাচ্ছে আগামী শুক্রবার (৭ অক্টোবর)। লিগের প্রথম ম্যাচেই খেলতে নামছে কলকাতার ইস্টবেঙ্গল এফ সি। প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। ISL অভিযান শুরুর ৪৮ ঘন্টা আগে কেরলের কোচি গেল ইস্টবেঙ্গল।
বুধবার শহর ছাড়ার আগে ISL এর জন্য চূড়ান্ত ২৭ জনের দল ঘোষণাও করে দিলেন ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। ঘোষিত দল হল, গোলরক্ষক – পবন কুমার, কমলজিৎ সিংহ ও নবীন কুমার।
ডিফেন্ডার – মহম্মদ রাকিব, ইভান গঞ্জালেস, সার্থক গোলুই, অঙ্কিত মুখোপাধ্যায়, লালচুংনুঙ্গা, কিরিয়াকু, জেরি লালরিনজুয়ালা, নবি হুসেন খান ও প্রীতম সিংহ।
মিডফিল্ডার – অমরজিৎ সিংহ কিয়াম, ওয়াহেংবাম, অ্যালেক্স লিমা, শৌভিক চক্রবর্তী, তুহিন দাস, জর্ডন ও’ডোহার্টি, নাওরেম, মোবাশির রহমান, অনিকেত যাদব, সুমিত পাসি, হিমাংশু জাংড়া।
ফরোয়ার্ড – এলিয়ান্দ্রো, ক্লেইটন সিলভা, সেম্বোই হাওকিপ ও ভিপি সুহের।
ঘোষিত ২৭ জনের দলে ৩ গোলরক্ষক, ৯ ডিফেন্ডার, ১১ মিডফিল্ডার এবং ৪ স্ট্রাইকার রাখা হয়েছে।