ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, ৮ সেপ্টেম্বর : আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করল বিসিসিআই। বুধবার ভার্চুয়াল বৈঠকের পর বিশ্বকাপের চূড়ান্ত ১৫ জনের দল বেছে নেয় জাতীয় নির্বাচক কমিটি। সেই সঙ্গে বোর্ড কর্তরা প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দলের মেন্টর হিসেবে নিয়োগ করেছেন।
টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), কে এল রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পান্থ, ঈশান কিশান, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা, ভূবনেশ্বর কুমার, মহম্মদ শামি।
স্ট্যান্ড বাই হিসাবে থাকছেন শ্রেয়স আইয়ার, শার্দূল ঠাকুর, দীপক চাহার।
অভিজ্ঞর পাশাপাশি তরুণদেরও সুযোগ দিয়েছে বিসিসিআই।
২৪ অক্টোবর দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত।
প্রসঙ্গত উল্লেখ্য, ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে বসছে এবারের টি-২০ বিশ্বকাপের আসর ৷ ফাইনাল ১৪ নভেম্বর ৷ এই বিশ্বকাপের আসর বসার কথা ছিল ভারতের মাটিতে। কিন্তু করোনার কারণে তা ভারত থেকে সরে যায় আরবামিরশাহী ও ওমানে। যদিও আয়োজকের দায়িত্বে থাকছে বিসিসিআই ৷