◆অ্যাম্বুব্যাগ পাম্পের ব্যবহার◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : আগামী ৬ জুলাই থেকে কলকাতা ফুটবল লিগ শুরু হতে চলেছে। পঞ্চম ডিভিশনের খেলা দিয়েই এবার লিগ শুরু হচ্ছে। দুই বছর পর লিগ শুরু হওয়ার খবরে বিভিন্ন ক্লাবে ‘ফিল গুড’-এর হাওয়া। তার প্রমাণ পাওয়া গেল আজ,সোমবার আইএফএ সচিবের ডাকা বৈঠকে। এদিন পঞ্চম ডিভিশনের ‘এ’ ও ‘বি’ গ্রুপ এবং চতুর্থ ডিভিশনের ক্লাব কর্তাদের নিয়ে আসন্ন লিগ বৈঠকে বসেছিলেন আইএফএ সচিব অনির্বান দত্ত। পরপর তিনটি বৈঠকে ক্লাব কর্তাদের প্রায় ৯০ শতাংশ উপস্থিতি ছিল।
সচিব অনির্বান দত্ত বৈঠকে বলেন, সময় খুব কম। এত কম সময়ে লিগ শুরু করতে হচ্ছে। তার উপর এবার বয়স ভিত্তিক লিগ। তিনি সবাইকে সহযোগিতা করার আবেদন জানালে ক্লাব কর্তারা লিগ করার ক্ষেত্রে সব রকম ভাবে আইএফএ-এর সঙ্গে সহযোগিতা করবে বলে জানিয়েছেন।
লিগের মডালিটি এই তিনটি ডিভিশনের ক্লাবদের মেল করে দেওয়া হয়েছে। শুরু হয়ে গিয়েছে ফুটবলারদের সিআরএসের কাজ। ময়দানের মাঠে মাঠে বসে গিয়েছে বারপোষ্ট। যে সব মাঠে ঘাষের আগাছা ছিল তাও কেটে পরিস্কার করা হয়েছে। আইএফএ সচিব অনির্বান “ইনসাইড স্পোর্টস”কে জানান,”হাতে খুব কম সময়। এর মধ্যেই লিগ শুরু করতেই হবে। ক্লাব কর্তাদের সহযোগিতা পাচ্ছি। আইএফএ-এর সকল অফিস বেয়ারার্স থেকে সকল স্টাফ প্রচন্ড পরিশ্রম করছেন। লিগ শুরু করার পিছনে তাঁদের ভূমিকা বিরাট। এবার প্রথম বয়স ভিত্তিক লিগ হবে। সেই কারণে চাপ আছে। আমাদের সতর্কও থাকতে হবে। বয়স ভিত্তিক লিগ হওয়ায় জুনিয়র ফুটবলারদের সংখ্যা অনেক বেশি থাকছে। তাই আমরা মাঠে মেডিকেল ইউনিটের উপর বেশি করে জোর দিচ্ছি। ম্যাচ চলাকালীন মাঠে মেডিকেল ইউনিট থাকবে। অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়িয়ে চারটি করা হয়েছে। আর এই বছর থেকে প্রত্যেক ম্যাচে থাকবে অ্যাম্বুব্যাগ পাম্প। কোনও ফুটবলার মাঠেই অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে সেই ফুটবলারের চিকিৎসা করা হবে।”
প্রসঙ্গত উল্লেখ্য, ম্যাচ খেলতে খেলতে শ্বাসপ্রশ্বাস নিয়ে সমস্যা হয় তাহলে সঙ্গে সঙ্গে অ্যাম্বুব্যাগ পাম্প ব্যবহার করা হবে। এই অ্যাম্বুব্যাগ পাম্প হল অস্থায়ী ভেন্টিলেশন। শ্বাসপ্রশ্বাস চালু রাখতে ‘অ্যাম্বুব্যাগ পাম্প’ই বড় ভরসা। এই পদ্ধতিতে শ্বাসনালিতে ঢোকানো টিউব অক্সিজেন সরবরাহকারী একটি বেলুনের সঙ্গে যুক্ত থাকে। ওই বেলুন ঠিক মাত্রায় পাম্প করে অক্সিজেন পাঠাতে হয় ফুসফুসে। ময়দানে ফুটবল লিগে এই প্রথম অ্যাম্বুব্যাগ পাম্প ব্যবহার করা হবে।
আগামী বুধবার প্রথম,দ্বিতীয় ও তৃতীয় ডিভিশন ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন আইএফএ সচিব অনির্বান দত্ত। যুদ্ধকালীন পরিস্থিতিতে লিগ শুরুর কাজ করছেন আইএফএ-এর সকল স্টাফরাও। সকল স্টাফ স্বতঃস্ফূর্তভাবে কাজ করে চলেছেন। তিন সহসচিব ও দুই সহসভাপতিও মাঠে নেমে কাজ করছেন আন্তরিকভাবে। গত সপ্তাহে অফিস বেয়ারার্সদের নিয়ে ময়দানের বিভিন্ন মাঠ পরিদর্শন করেছেন। সোমবার সন্ধ্যায় মেডিকেল ইউনিট সদস্যদের সঙ্গেও বৈঠক করেন আইএফএ সচিব।
জয়দীপ মুখার্জি লিগ শুরুর মুখে পদত্যাগ করেছেন। জুনের ২০ তারিখ সচিব পদে বসেছেন অনির্বান। তাঁকে দশ-বারো দিনে ৯০০ -র বেশি ম্যাচের প্রস্ততি নিতে হচ্ছে যা খুবই কঠিন কাজ। প্রিমিয়ার লিগ শুরু হবে সম্ভবত জুলাই মাসের শেষ সপ্তাহে।