ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : সেই চেনা পরিচিত মেজাজ ব্রিটিশ কোচের। অতীতে দু দফায় ভারতীয় দলে কোচিং করিয়ে গিয়েছেন। এবার কলকাতা শহরে এসে ক্লাব কোচিং শুরু করলেন ইস্টবেঙ্গলের হাত ধরে।
এদিন ইস্টবেঙ্গল তাঁবুতে স্টিফেন কনস্টানটাইন প্রথম দিনই বুঝিয়ে দিলেন, তিনি আগের মতোই আত্মবিশ্বাসই, ইতিবাচক মনোভাব। আর সেই আত্মবিশ্বাস নিয়েই স্টিফেন কনস্টানটাইন বলে দিলেন, “এখানে আমি হারতে আসিনি। সফল হতে এসেছি। আমি যখন ভারতীয় দলের হয়ে যে সাফল্য পেয়েছিলাম,ইস্টবেঙ্গলেও সেই সাফল্যই পেতে চাই।তরুণদের সঙ্গে কাজ করার সুযোগ আছে। আশা করছি, এদের মধ্যে থেকেই উঠে আসবে নতুন কোনও প্রতিভা।”
বৃহস্পতিবার সকালে কলকাতা পৌঁছয় ইস্টবেঙ্গলের নতুন ব্রিটিশ কোচ। ইমামির পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল দুপুর তিনটে থেকে ইস্টবেঙ্গলের অনুশীলন শুরু হবে। কনস্টানটাইন ক্লাব তাঁবুতে হাজির ২.৫৫ মিনিটে। তিনি বরাবরই পাংচুয়াল। ঘুরে দেখলেন ক্লাবের মাঠ। কাঁটায় কাঁটায় তিনটে থেকে শুরু হয়ে গেল অনুশীলন। মাঠের সেন্টার সার্কেলে ফুটবলারদের গোল করে দাঁড় করিয়ে পাসিং অনুশীলন করালেন তিনি। সহকারি কোচের সঙ্গে আলোচনাও করে নিলেন।
স্টিফেনের প্রথম দিনের অনুশীলন দেখতে প্রচুর সমর্থক মাঠে ভিড় জমিয়েছিলেন। ছিলেন প্রাক্তন ফুটবলার থেকে কর্মকর্তারাও। বেশ কয়েক বছর পর নিজেদের মাঠে অনুশীলন শুরু করল ইস্টবেঙ্গল। স্বাভাবিক ভাবেই লাল-হলুদ সমর্থকদের মধ্যে ফিল গুডের হাওয়া।