ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : বড় চমক সঞ্জীব গোয়েঙ্কার। তিন দিন আগে ফেরান্দোকে কোচ হিসেবে ঘোষণা করেছে মোহনবাগান। আর আজ,শুক্রবার, আন্তেনিও লোপেজ হাবাসকে টিডি (টেকনিক্যাল ডিরেক্টর) করে রীতিমতো চমকে দিলেন মোহনবাগান সুপার জায়েন্টের সঞ্জীব গোয়েঙ্কা। এদিন মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, চিফ কোচ জুয়ান ফেরান্দোর পাশাপাশি টিডি হিসেবে হাবাসকে নিয়োগ করা হল। আইএসএলের পাশাপাশি মোহনবাগানের বিভিন্ন বয়স ভিত্তিক অর্থাৎ ইয়ুথ ডেভেলপমেন্ট এর ব্যাপারটাও দেখবেন একদা আইএসএলের সফল কোচ হাবাস।
টিডি হওয়ার পর এক বিবৃতিতে আন্তেনিও লোপেজ হাবাস জানান,”কলকাতায় কাজ করার ফের সুযোগ করে দেওয়ার জন্য সঞ্জীব গোয়েঙ্কাকে ধন্যবাদ জানাই। ভারতে আমার কোচিং জীবনে সেরা সময়টা কেটেছে এই কলকাতায়। এবার কোচ নয়, টিডি হিসেবে মোহনবাগা সুপার জায়ান্টে যোগ দিচ্ছি। আশাকরি নিজের সেরাটাই দেব।”
প্রসঙ্গত, মোহনবাগানের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্লাবের ইয়ুথ ফুটবল ডেভেলপমেন্ট, ভবিষ্যতের ফুটবলার তুলে আনার ব্যাপারে হাবাসের উপর বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে ফেরান্দোর সঙ্গে আইএসএলেও দলের টিডি হিসেবে থাকবেন হাবাস।