◆অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস) ৩৩৮/১০ (স্মিথ ১৩১, লাবুশানে ৯১, জাদেজা ৪/৬২)
◆ভারত (প্রথম ইনিংস)- ৯৬-২ (গিল ৫০, রোহিত ২৬)
◆ভারত ২৪২ রানে পিছিয়ে।
(দ্বিতীয় দিনের খেলা শেষ)
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, ৮ জানুয়ারি : সিডনি টেস্টে দুরন্ত ছন্দে স্টিভ স্মিথ। সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে
ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে একা দেওয়াল হয়ে দাঁড়িয়ে শতরান করলেন স্টিভ স্মিথ। ২২৬ বলে করলেন ১৩১ রান। জাদেজার অবিশ্বাস্য থ্রোয়ে রান আউট হন স্মিথ। গত দশকের সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এই স্মিথ। আর এক অজি ব্যাটসম্যান লাবুশানেও দুরন্ত ইনিংস খেললেন। তিনি ৯১ রান করে জাদেজার বলে আউট হয়ে প্যাভেলিয়নে ফেরত যান।
রানের পাহাড় গড়তেই পারত অস্ট্রেলিয়া। কিন্তু রবীন্দ্র জাদেজার দুরন্ত বোলিং অজি বাহিনীকে প্রথম ইনিংসে আটকে রাখল ৩৩৮/১০ রানে (১০৫.৪ ওভার )।
রবীন্দ্র জাদেজা। যিনি প্রশ্নাতীতভাবেই এই মুহূর্তে ভারতীয় দলের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটার। জাদেজা বল হাতে চারটি উইকেট তো নিলেনই সেই সঙ্গে একটি দুর্দান্ত রান আউটও করলেন। স্মিথ ও জাদেজার দুরন্ত পারফরম্যান্সের বিচ্ছুরণে কিছুটা ফিকে হয়ে গেল লাবুশানের দুর্দান্ত ৯১ রানের ইনিংস।
স্টিভ স্মিথ চলতি সিরিজের প্রথম দু’ম্যাচে রান পাননি। আলোচনা হচ্ছিল, স্মিথকে আউট করার রাস্তা খুঁজে পেয়ে গিয়েছে ভারত। কিন্তু তাঁকে যে কেন বিশ্বের সেরা টেস্ট ক্রিকেটারের খেতাব দেওয়া হয়েছে, সেটা আরও একবার প্রমাণ করলেন অস্ট্রেলিয়ার চার নম্বর ব্যাটসম্যান স্মিথ। জাদেজা তাঁকে রান আউট না করে দিলে হয়তো ভারতের আরও বড় ক্ষতি করে দিতে পারতেন প্রাক্তন অজি অধিনায়ক। মূলত তাঁর শতরান এবং লাবুশানের দুর্দান্ত ৯১ রানে ভর করেই অজিরা প্রথম ইনিংসে ভদ্রস্থ ৩৩৮ রান করল। অস্ট্রেলিয়ার এই দুই ব্যাটসম্যান ছাড়া এদিন আর কেউই ভারতীয় বোলারদের দাপটের সামনে দাঁড়াতে পারেননি। জাদেজা ( ৪ উইকেট) বুমরাহ এবং সাইনি দুটি করে উইকেট নিয়েছেন।
অস্ট্রেলিয়ার ৩৩৮ রানের জবাবে ভারত দুর্দান্ত শুরু করেন ভারতের দুই ওপেনার। রোহিত শর্মা যখন ব্যক্তিগত ২৬ রানে আউট হলেন, তার আগেই ভারত ৭০ রানে পৌঁছে গিয়েছে। ৫০ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন রোহিতের সঙ্গী শুভমন গিল। কিন্তু দুই ওপেনারের কেউই বড় রান করতে না পারায় দিনের শেষে কিছুটা চাপে টিম ইন্ডিয়া। দিনের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৯৬ রান। ২৪২ রানে পিছিয়ে ভারত। অপরাজিত হয়ে ক্রিজে আছেন অধিনায়ক অজিঙ্ক রাহানে (৫) ও চেতেশ্বর পুজারা (৯)।