ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : মাঠে নামলেই গোল করেই চলেছেন বাংলার মেয়েরা। রবিবার অসমে অনূর্ধ্ব-১৭ জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতায় জম্মু ও কাশ্মীরকে ১৩-০ গোলে হারাল বাংলা। হ্যাটট্রিক সহ ৫টি গোল করল সোনালি সোরেন। হ্যাটট্রিক করে সুলঞ্জনা রাউল। এছাড়াও রিম্পা হালদার, তানিয়া কান্তি দুটি করে ও পরিবর্তিত ফুটবলার তনুশ্রী ওরাঁও একটি গোল করে। এই জয়ের ফলে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাংলা।
পর পর তিন ম্যাচে (রাজস্থান,তামিলনাড়ু ও জম্মু ও কাশ্মীর ) জিতল বাংলা। এই তিন ম্যাচে বাংলার মেয়েরা গোল করেছে ২৪টি। যার মধ্যে সোনালি সোরেন তিন ম্যাচে গোল করল ৯টি। তিন ম্যাচে ৬টি গোল করেছে অধিনায়ক রিম্পা হালদার।
কালনা ধাত্রীগ্রাম পঞ্চায়েতের বাধাগাছির গ্রামের বাসিন্দা। খেতমজুর পরিবারের মেয়ে সোনালি সোরেন। স্থানীয় ধাত্রীগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে একাদশ শ্রেণিতে পড়ে। আট বছর বয়স থেকে ফুটবল শুরু। খুব অল্প সময়ে ওর প্রতিভার বিকাশ ঘটে। তিনবার রাজ্যস্তরে জুনিয়র বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। ইষ্টবেঙ্গলের হয়েও খেলেছে।