ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ডুরান্ড কমিটির সঙ্গে কোনও সংঘাতের রাস্তায় যেতে চান না আইএফএ সচিব জয়দীপ মুখার্জি। তিনি জানান,”সংঘাতে যাওয়ার প্রশ্ন নেই। আমরা আগেই ঘোষণা করেছিলাম যে ১৮ আগস্ট থেকে লিগ শুরু করব। ফেডারেশন ও সেনাবাহিনীর সঙ্গে বৈঠক হবে। সুব্রত দত্ত ব্যাপারটা দেখছেন। আশা করছি সমস্যা মিটে যাধে।”
প্রসঙ্গত, কদিন আগেই ডুরান্ড কমিটি ক্রীড়া সূচি তৈরি করেছে। সেই ক্রীড়া সূচিতে মোহনবাগানের নাম আছে। ডুরান্ড ঠিক করেছে আগামী সেপ্টেরের মাঝামাঝি হওয়ার কথা। তাই যদি হয় তাহলে আর কলকাতা লিগ করা যাবেনা। ফেডারেশনের নিয়মে আছে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার অনুমতি ছাড়া কেউ কোনও টুর্নামেন্ট করতে পারে না। আর তা নিয়েই জটিলতা। এই নিয়েই বৃহস্পতিবার প্রিমিয়ার এ ডিভিশনের কর্তাদের নিয়ে আলোচনায় বসেছিলেন আইএফএ সচিব।
আলোচনা সভায় ঠিক হয়, এবছর প্রিমিয়ার এ ডিভিশনে অবনমন থাকছে না। সেনা বাহিনীকে বোঝানোর চেষ্টা করা হবে। খুব শীঘ্রই ফেডারেশন, আইএফএ ও সেনাবাহিনীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে।