সূর্যর দাপট, নিউজিল‍্যান্ডকে হারাল ভারত

0

◆সংক্ষিপ্ত স্কোর◆

নিউজিল্যান্ড: ১৬৪-৬ (গাপ্তিল ৬০, চ্যাপম্যান ৬৩)
ভারত: ১৬৬-৫ (সূর্য ৬২, রোহিত ৪৮)
ভারত ৫ উইকেটে জয়ী

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : দেশের মাঠে নেমেই চেনা ‘টিম ইন্ডিয়া’। বুধবার সোয়াই মান সিং স্টেডিয়ামে নিউজিল‍্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে টি-২০ সিরিজ শুরু করল ভারত। সেই সঙ্গে শুরু হল দ্রাবিড়-রোহিত যুগ।

টি-২০ বিশ্বকাপে ব‍্যর্থ হওয়ার পর নিজেদের শুধরে নিয়েই যেন সিরিজ শুরু করল ভারত। নিউজিল‍্যান্ডকে ৫ উইকেটে হারাল ভারত। এদিন টস জিতে প্রথমে নিউজিল‍্যান্ডকে ব‍্যাট করতে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা। এদিন প্রথম ওভারে ভুবনেশ্বরের ইনসুইংয়ে ঠকে যান বিশ্বকাপ সেমিফাইনালের নায়ক ডারিল মিচেল ৷ তবে দ্বিতীয় উইকেটে গাপ্টিল-চ‍্যাপম‍্যান জুটি কিউয়ি ইনিংসকে বড় রানের পথে নিয়ে যান। দ্বিতীয় উইকেটে এই দুই ব‍্যাটসম‍্যানের ১০৯ রানের জুটিতে একসময় বড় লক্ষ‍্য মাত্রার ভ্রুকুটি ছিল ভারতের সামনে। কিন্তু শেষদিকে ফের ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের ফলে বড় রানের ইনিংস গড়তে পারেনি কিউয়িরা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান করে নিউজিল‍্যান্ড। গাপ্টিল ৭০ ও চ‍্যাপম‍্যান ৬৩ রান করেন।

নিউজিল‍্যান্ডের ১৬৪ রানের জবাবে ভারত শুরু থেকেই ছিল সতর্ক। এদিনের এই জয়ের নেপথ্যের কারিগর হয়ে উঠল ভারতের টপ অর্ডার ব‍্যাটসম‍্যানরা। রোহিত-রাহুল এবং সূর্যকুমার যাদব -এরাই মূলত জয়ের ভিত তৈরি করে দেন। বিরাট কোহলির জায়গায় তিন নম্বরে ব্যাট করার দায়িত্ব সূর্যকুমার যাদবের কাঁধেই তুলে দিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়। সেই সুযোগ কাজে লাগিয়েছেন মহারাষ্ট্রের ডান হাতি ব‍্যাটসম‍্যান। ৪০ বল খেলে ৬২ রান করেন। অধিনায়ক ওপেন করতে নেমে ৩৬ বলে ৪৮ রান করেন। কেএল রাহুল ১৫ ও ঋষভ পন্থ ১৭ রান করেন। ১৯.৪ ওভারে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here