সাব জুনিয়র জাতীয় ফুটবলঃ হরিয়ানাকে ১৭ গোল দিল বাংলা

0

◆জয়ের পর বাংলা দল। ছবি – সন্তোষ চট্টোপাধ্যায় ◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : পাঁচ গোল নয়, সাত গোল নয়, ১৭ গোলে জিতল বাংলা। রবিবার থেকে সাব জুনিয়র জাতীয় ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৩) – আসর বসল মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়ামে। উদ্বোধনী ম‍্যাচে মুখোমুখি হয়েছিল বাংলা ও হরিয়ানা। প্রথম ম‍্যাচেই বাংলা ১৭ -০ গোলে হারাল হরিয়ানাকে। সাহিল শেখ দুটি হ‍্যাট্টরিক সহ সাতটি গোল করেছে। দুটি করে গোল করেছে রিন্টু মালিক,শুভম ভাওয়াল, শিবাং ঘোষ। একটি করে গোল করেছে দুর্গেশ তিওয়াড়ি,শুভজিৎ পাল এবং সবুজ পাত্র। একটি আত্মঘাতী গোল হয়েছে।

মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থার কর্তাদের সঙ্গে বসে বাংলার ম‍্যাচ দেখছেন আইএফএ সচিব অনির্বান দত্ত। রবিবার বহরমপুর স্টেডিয়ামে। ছবি সন্তোষ চট্টোপাধ্যায়

প্রায় দুই যুগ পরে বহরমপুর শহরে কোনও জাতীয় স্তরের ফুটবলের টুর্নামেন্ট হচ্ছে। প্রসঙ্গত, বহরমপুরের পাশাপাশি মালদা শহরেও এই টুর্নামেন্টের ম‍্যাচ হচ্ছে। বাংলা দলের পরবর্তী ম‍্যাচ আগামী মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে, মনিপুরের বিরুদ্ধে।

বহরমপুর স্টেডিয়ামের নতুন মাঠ

এদিন টুর্নামেন্টের উদ্বোধনী ম‍্যাচে উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বান দত্ত। তাঁর উদ‍্যোগেই এবার জেলাতে এই জাতীয় ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। অনির্বান দত্ত বলেন,”জাতীয় স্তরের ফুটবল জেলায় জেলায় ছড়ানোটা খুব জরুরি। শুধু কলকাতা কেন্দ্রিক হলে চলবে না। বহরমপুর স্টেডিয়ামের মাঠ খুবই ভাল। এর জন‍্য মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থার সচিব বিশ্বজিৎ ভাদুড়ি সহ সকল কর্তাদের ধন‍্যবাদ জানাই। তাঁরা যে ভাবে পরিশ্রম করে অল্প সময়ের মধ‍্যে ভাল মাঠ তৈরি করেছেন তা সত‍্যিই প্রশংসনীয়।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here