সন্তোষ ট্রফিঃ চ‍্যাম্পিয়ন হলে ২ লক্ষ টাকা,ঘোষনা মন্ত্রী সুজিতের

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : সন্তোষ ট্রফি চ‍্যাম্পিয়ন হতে পারলে বাংলা দলকে ২ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। শুক্রবার রাত আটটায় মনিপুরের বিরুদ্ধে সন্তোষ ট্রফির সেমিফাইনাল ম‍্যাচ খেলতে নামছে বাংলা।

গত ১৮ এপ্রিল, কলকাতা রেফারি অ‍্যাসোসিয়শনের প্রতিষ্ঠা দিবসে বক্তব‍্য রাখতে গিয়ে মন্ত্রী সুজিত বসু বলেন,”দল খেলতে যাওয়ার আগে এক লক্ষ টাকা দিয়েছি। এবার চ‍্যাম্পিয়ন হয়ে কলকাতা ফিরলে বাংলা দলকে আরও ২ লক্ষ টাকা দেবো। বাংলার সাফল‍্য কামনা করছি।”

প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতায়, আবাসিক শিবির চলাকালীন বাংলা দলকে আর্থিক সাহায‍্য করেছিলেন
ইস্টবেঙ্গল, মহমেডান স্পোর্টিং, দমকল মন্ত্রী সুজিত বসু এবং আইএফএ-এর সহ সভাপতি পার্থ গাঙ্গুলির কোম্পানি “স্বরসতী অনলাইন” বাংলা দলের পাশে দাঁড়িয়ে ছিলেন।

দল সেমিফাইনালে খেলতে নামার আগে শুক্রবার বিকেলের মধ‍্যে কেরল পৌঁছে যাওয়ার কথা আইএফএ সচিব জয়দীপ মুখার্জি ও সহ সভাপতি পার্থসারথী গাঙ্গুলি। উল্লেখ্য,টুর্নামেন্টের শুরুতে দলকে উৎসাহ দিতে জয়দীপ,পার্থ সারথী গাঙ্গুলি সঙ্গে সহ সচিব রাকেশ (মুন) ঝাঁ কেরলে তিনদিন ছিলেন। চ‍্যাম্পিয়ন হলে আগাম কোনও আর্থিক পুরস্কারের ঘোষণা করবেন আইএফএ সচিব? এই ব‍্যাপারে জয়দীপ বুধবার জানিয়েছিলেন,”এখনই আমরা কোনও কিছু ঘোষণা করছি না। চ‍্যাম্পিয়ন হলে নিশ্চয় ভাল কিছু করার চেষ্টা করব।”

শক্তিশালী মনিপুরকে নিয়ে যথেষ্ট সতর্ক বাংলা শিবির। বাংলা দলে রক্ষণভাগ একটু দুর্বল আছে। পাশাপাপাশি গোলের সুযোগ নষ্টও হচ্ছে। তবে শেষ দুটি ম‍্যাচ জিতে মানসিক ও শারীরিক ভাবে দল চাঙ্গা আছে।

অন‍্যদিকে মনিপুরও বেশ ভাল জায়গায়। চারটি ম্যাচ খেলে মণিপুর মাত্র একটি গোল খেয়েছে। অর্থাৎ মনিপুরের রক্ষণভাগ বৈশমজবুত। তাই ফারদিন আলি মোল্লা, দিলীপ ওঁরাওদের কাছেও কঠিন চ‍্যালেঞ্জ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here