ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১৫ ডিসেম্বর : কলকাতার মাঠে ফের চ্যাম্পিয়ন রিয়েল কাশ্মীর। পরপর টানা দুই বছর আইএফএ শিল্ড জয় করল রিয়েল কাশ্মীর। অন্ধ্রপ্রদেশের শ্রীনিধি ডেকান এফসিকে ২-১ গোলে হারিয়ে ১২৪ তম শিল্ড চ্যাম্পিয়ন হল কাশ্মীর। গত বছর কলকাতার জর্জ টেলিগ্রাফকেও ২-১ গোলেই হারিয়ে শিল্ড জিতেছিল কাশ্মীর। রিয়াল কাশ্মীরের হয়ে গোল করেন ফ্রান গঞ্জালেস এবং মহম্মদ আওয়াল (আত্মঘাতী গোল)। শ্রীনিধি ডেকান এফসি’র হয়ে গোল করেন ডেভিড মুনোজ।
গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে শুরুটা দাপটের সঙ্গেই করেছিল শ্রীনিধি। ম্যাচের ২৯ মিনিটে ডেভিড মুনোজের গোলে এগিয়ে যায় শ্রীনিধি। ৯০ মিনিটে ফ্রান গঞ্জালেজ গোল করে কাশ্মীরকে সমতায় ফেরান। পরে ম্যাচের অতিরিক্ত সময়ে শ্রীনিধির মহম্মদ আওয়ালের আত্মঘাতী গোলে কাশ্মীর জয়লাভ করে। চ্যাম্পিয়ন দল তিন লক্ষ ও রানার্স দলকে দুই লক্ষ টাকার আর্থিক পুরস্কার দেওয়া হয়।