ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : এশিয়ান গেমস থেকে সোনা জয় করার পর ভারতীয় দলের দুই বাঙালি ক্রিকেটার রিচা গোষ ও তিতাস সাধু বুধবার ফিরে এসেছেন। দুই ক্রিকেটারের ফেরার মুহূর্তের ছবি আলাদা। তিতাস কলকাতা এয়ারপোর্ট থেকে নিজের হুগলি জেলায় ফিরেছেন নিঃশব্দে। আর শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ নিজের শহরে ফিরতেই তাকে নিয়ে উন্মাদনা শুরু হয় ক্রীড়া মহলে।
গতকাল,বুধবার শিলিগুড়ি ভিউনিশিপালিটি কর্পোরেশন মেয়র গৌতম দেবের সঙ্গে কিছুক্ষণ ক্রিকেট ম্যাচ খেলে সময় কাটিয়েছেন রিচা। উপস্থিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। তবে বৃহস্পতিবার রিচা যা করলেন তা শিলিগুড়ি ক্রীড়ামহলকে অবাক করে দিয়েছেন।
আজ,বৃহস্পতিবার রিচার ছিল জন্মদিন। সেই উপলক্ষ্যে কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাঁর জন্মদিন, সবাই শুভেচ্ছা জানাচ্ছিলেন। এটাই স্বাভাবিক। কিন্তু নিজে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সচিব কুন্তল গোস্বামীর হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেন রিচা। পরে জানা যায়, বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবকেও এক লক্ষ টাকা দেন রিচা। তাঁর এই মহান কর্তব্য দেখে অবাক হওয়ার সঙ্গে সঙ্গে মুগ্ধ হয়েছেন সবাই। শিলিগুড়ি মহকুমা পরিষদের সচিব কুন্তল গোস্বামী জানান,”এমন ঘটনা ঘটবে বুঝতে পারিনি। আমরা প্রত্যেকেই অবাক ও মুগ্ধ হয়েছি। রিচার মানবিক মূল্যবোধ সত্যিই আমাদের মুগ্ধ করেছে। আগামী দিনে মেয়েদের ক্রিকেটের প্রতি আমাদের আরও যত্নশীল হতে হবে। পাশাপাশি আমাদের রিচা আরও উন্নতি করুক, উন্নতির শিখরে পা রাখুক এটাই আমাদের প্রার্থনা।”
এদিন, সোনার মেয়ে রিচার জন্মদিনে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের কর্তারা ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মিউনিশিপালিটি কর্পোরেশনের মেয়র গৌতম দেব। জন্মদিনের কেক কাটাও হয়।
অন্যদিকে, হুগলি জেলায় তিতাসকে নিয়ে সেই কোনও অনুষ্ঠান হয়নি। বিমানবন্দরেও শুভেচ্ছা জানাতে বিশেষ কাউকে দেখা যায়নি। তবে তিতাসের বাড়িতে শুভেচ্ছা জানিয়ে এসেছেন সিএবির এক প্রতিনিধি। তিতাসের ফেরার পর হুগলি জেলা ক্রীড়া সংস্থার কর্তারা তিতাসকে বাড়ি গিয়ে শুভেচ্ছা জানিয়ে এসেছেন। প্রসঙ্গত, হুগলি জেলা ক্রীড়া সংস্থার এক কর্তা জানান, তিতাসের বাবা চান না তার মেয়েকে নিয়ে কোনও অনুষ্ঠান হোক। তিনি নাকি পছন্দ করেন না।