রনজি ট্রফিঃ আকাশ-মুকেশের দুরন্ত বোলিং, সুবিধায় বাংলা

0

◆সংক্ষিপ্ত স্কোর◆
◆ঝাড়খন্ড (প্রথম ইনিংস ) – ১৭৩ (কুমার সুরজ – ৮৯, আকাশদীপ ৪/৬২, মুকেশ – ৩/৬১)

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : রনজি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম‍্যাচের প্রথম দিনে সুবিধাজনক অবস্থায় বাংলা। মূলত আকাশ দীপ ও মুকেশ কুমারের দুরন্ত বোলিংয়ের সামনে নাস্তানাবুদ প্রতিপক্ষ ঝাড়খন্ড। প্রথম দিনেই ১৭৩ রানে অল আউট হয়ে যায়।

মঙ্গলবার ইডেনে টস জিতে ঝাড়খন্ডকে ব‍্যাট করতে পাঠান বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। ব‍্যাট করতে নেমে শুরুতেই ব‍্যাটিং বিপর্যয়ের মধ‍্যে পড়েন ঝাড়খন্ডের ব‍্যাটাররা। দলের ৬১ রানেই ৪ উইকেটে হারায়। বাংলার বোলারদের সঙ্গে একমাত্র লড়াই করে গেলেন কুমার সুরজ। ১৭৫ বলে অপরাজিত ৮৯ রান করেন। আকাশ দীপ ৪টি, মুকেশ ৩টি উইকেট নিয়েছেন। ইশান পোড়েল ও আকাশ ঘটক একটি করে উইকেট নিয়েছেন। ঝাড়খন্ডের ইনিংস শেষ হওয়ার পর মাঠে আলো কম থাকায় এদিন খেলা শেষ হয়। আগামীকাল (বুধবার) বাংলা প্রথম ইনিংসে ব‍্যাট করতে মাঠে নামবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here