◆সংক্ষিপ্ত স্কোর◆
◆ঝাড়খন্ড (প্রথম ইনিংস ) – ১৭৩ (কুমার সুরজ – ৮৯, আকাশদীপ ৪/৬২, মুকেশ – ৩/৬১)
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : রনজি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথম দিনে সুবিধাজনক অবস্থায় বাংলা। মূলত আকাশ দীপ ও মুকেশ কুমারের দুরন্ত বোলিংয়ের সামনে নাস্তানাবুদ প্রতিপক্ষ ঝাড়খন্ড। প্রথম দিনেই ১৭৩ রানে অল আউট হয়ে যায়।
![](https://insidesports.in/wp-content/uploads/2023/01/IMG_20230103_234506-8.jpg)
মঙ্গলবার ইডেনে টস জিতে ঝাড়খন্ডকে ব্যাট করতে পাঠান বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মধ্যে পড়েন ঝাড়খন্ডের ব্যাটাররা। দলের ৬১ রানেই ৪ উইকেটে হারায়। বাংলার বোলারদের সঙ্গে একমাত্র লড়াই করে গেলেন কুমার সুরজ। ১৭৫ বলে অপরাজিত ৮৯ রান করেন। আকাশ দীপ ৪টি, মুকেশ ৩টি উইকেট নিয়েছেন। ইশান পোড়েল ও আকাশ ঘটক একটি করে উইকেট নিয়েছেন। ঝাড়খন্ডের ইনিংস শেষ হওয়ার পর মাঠে আলো কম থাকায় এদিন খেলা শেষ হয়। আগামীকাল (বুধবার) বাংলা প্রথম ইনিংসে ব্যাট করতে মাঠে নামবে।