সংক্ষিপ্ত স্কোর◆
▪ভারত -প্রথম ইনিংস – ৩২৫
দ্বিতীয় ইনিংস – ২৭৬/৭ ডিক্লেয়ার
▪নিউজিল্যান্ড – প্রথম ইনিংস ৬২ অল আউট (২৮.১)
দ্বিতীয় ইনিংস – ১৪০/৫
▪ ভারত ৪০০ রানে এগিয়ে (তৃতীয় দিনের শেষে)
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৫ ডিসেম্বর : নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পাওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা। সামনে পাহাড় প্রমাণ রানে (৫৪০) লক্ষ্যমাত্রা। সেই লক্ষ্যে পৌঁছনোর শুরুতেই পাঁচ-পাঁচটা উইকেট হারিয়ে হারের অপেক্ষা করছে নিউজিল্যান্ড।
রবিবার,টেস্টের তৃতীয় দিনের শুরুটা আক্রমণাত্মক ছিল ভারত।
মায়াঙ্ক আগরওয়াল ও পুজারা দ্রুত রান তুলছিলেন। মায়াঙ্ক প্রথম ইনিংসে শতরান করার পর দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান (৬২) করলেন। পুজারা (৪৭),শুবমন (৪৭) ও কোহলি {৩২) রান করেন। ৭ উইকেটে ২৭৬ রান করে ডিক্লেয়ার ঘোষণা করেন অধিনায়ক কোহলি।
নিউজিল্যান্ডের হয়ে অজাজ পটেল বল হাতে ফের চমক দেখালেন। দ্বিতীয় ইনিংসে চারটি উইকেট নিয়েছেন। দুই ইনিংস মিলিয়ে ১৪ উইকেট নিয়ে ইয়ান বোথামকে টপকে গেলেন অজাজ প্যাটেল। শনিবারই জিম লেকার, অনিল কুম্বলের পাশে নিজের নামটা খোদাই করে নিয়েছিলেন দশ উইকেট নেওয়ার পর।
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে ৫ উইকেটে ১৪০ রান করেছে। অশ্বিন তিনটি,অক্ষর প্যাটেল একটি উইকেট নিয়েছেন। রান আউট হয়েছে একটি। ম্যাচ জিততে নিউজিল্যান্ডের প্রয়োজন ৪০০ রান। যা অসম্ভব। আগামী দুইদিনও উইকেটে থাকাটাও অসম্ভব। অর্থাৎ সোমবার ভারত জিতছেই। দরকার পাঁচটা উইকেট। কখন জিতবে, সেটাই এখন দেখার বিষয়।