ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৩ নভেম্বর : প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেট দলের কোচ হলেন রাহুল দ্রাবিড়। আজ, বিসিসিআই সরকারি ভাবে রাহুল দ্রাবিড়ের নাম ঘোষণা করে। হেড কোচের পদে বিসিসিআই থেকে আম ক্রিকেট প্রেমী সকলেরই পছন্দের তালিকায় এক নম্বরে ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রাহুল। প্রথমে রাজি না-হলেও পরে বিরাট কোহলিদের হেডস্যার হিসেবে দায়িত্ব নিয়ে রাজি হন প্রাক্তন ভারত অধিনায়ক। সেই মতো বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতীয় দলের কোচের পদে আবেদন করেছিলেন দ্রাবিড় ৷ টি-২০ বিশ্বকাপের পরই কোচের দায়িত্ব তুলে নেবেন তিনি ৷

রাহুল দ্রাবিড় বলেছেন, ‘‘ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত হওয়ায় আমি সম্মানিত বোধ করছি। আমি সত্যিই এই নতুন ভূমিকার জন্য অপেক্ষা করছি। রবি শাস্ত্রীর অধীনে ভারতীয় দলটি খুব ভাল ফল করেছে ৷ আমি এতদিন এনসিএ, অনূর্ধ্ব-১৯ এবং ভারত ‘এ’ দলের বেশিরভাগ ছেলেদের সঙ্গে কাজ করেছি। এখন সিনিয়র দলে কাজ করতে সমস্যা হবে না।
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন, ‘‘জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) প্রধান হিসেবেও ভারতীয় ক্রিকেটের দায়িত্ব পালন করেছে রাহুল। খুব ভাল কাজ করেছে। এনসিএ-তে রাহুলের প্রচেষ্টায় বেশ কিছু তরুণ ক্রিকেটার উঠে এসেছে ৷ সিনিয়র দলের দায়িত্ব নিয়েও ভাল কাজ করবে।”
দ্রাবিড়কে শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ ৷ তিনি বলেছেন, ‘‘এই পদে রাহুল দ্রাবিড়ের চেয়ে ভাল আর কেউ নেই।”