◆সন্দীপ দে◆
ফুটবলারদের “স্পোর্টস কোটায়” চাকরি পাওয়ার সুযোগ আছে। কিন্তু রেফারিদের সেই সুযোগ নেই। তবুও রেফারি হতে চেয়ে বহু আবেদন পত্র জমা পড়েছিল সিআরএ (ক্যালকাটা রেফারিজ অ্যাসোসিয়েশন) দফতরে। দেরি না করে কাজও শুরু করে দিয়েছেন সিআরএ সচিব উদয়ন হালদার।
১৭ বছর আগেআইএফএ-এর তৎকালীন সচিব সুব্রত দত্ত রেফারিদের অ্যাকাডেমি শুরু করেছিলেন। পরবর্তীকালে আইএফএ সচিব পদে বসার কয়েক বছর পর সেই রেফারি অ্যাকাডেমি বন্ধ করে দিয়েছিলেন উৎপল গাঙ্গুলি। জয়দীপ মুখার্জি সচিব পদে বসার পর ২০১৯ সালে ফের রেফারি অ্যাকাডেমি শুরু করেন। কিন্তু ২০২০ মার্চে করোনার কারণে অ্যাকাডেমির কাজ বন্ধ হয়ে গিয়েছিল। আজ, শনিবার বিকেলে সিআরএ তাঁবুতে ফের অ্যাকাডেমির কাজ শুরু হয়ে গেল। আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি ও তিন সহসচিব রাকেশ (মুন) ঝাঁ, সুফল গিরি ও নজরুল ইসলাম। ছিলেন ৬৪ জন রেফারি শিক্ষার্থী ও সিআরএ-এর পদাধিকারীরা।
অনুষ্ঠানে এসে আইএফএ সচিব ঘোষণা করেন,রেফারি হতে যারা আসছেন তাদের জন্য স্পোকেন ইংলিস কোর্স চালু করতে চলেছে আইএফএ। আর ব্যক্তিগত উদ্যোগে সিআরএ তাঁবুতে সেন্ট্রাল এসির ব্যবস্থা করে দিচ্ছেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি। “ইনসাইড স্পোর্টস”কে আইএফএ সচিব জয়দীপ মুখার্জি বলেন,”বিভিন্ন জেলার গ্রাম থেকে রেফারি হতে চেয়ে এবার আবেদন করেছে। আমি কাউকে ছোট না করেই বলছি,বহু রেফারি শিক্ষার্থী আছে যারা ইংরেজি বলার ক্ষেত্রে সমস্যায় আছে। তাদের জন্যই সপ্তাহে একদিন করে সিআরএ তাঁবুতে স্পোকেন ইংলিশ ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে। আইএফএ এই ব্যবস্থা করছে। এছাড়াও আমি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে সিআরএ তাঁবুতে সেনট্রাল এসির ব্যবস্থা করে দিচ্ছি। এই গরমে রেফারিদের ক্লাস করা খুব সমস্যা। উদয়নদার সঙ্গে কথা হয়ে গেছে। খুব শীঘ্রই এসির ব্যবস্থা হয়ে যাবে।”
এদিকে, নতুন রেফারিদের প্রশিক্ষণের জন্য চারটি জোনে ভাগ করেছে সিআরএ। এদিন, দুই ২৪ পরগনা, হাওড়া,হুগলি জেলা নিয়ে কলকাতা জোনের রেফারিদের প্রশিক্ষণের কাজ শুরু হল। আগামী ১৬ এপ্রিল পুরুলিয়া,বাঁকুড়া ও দুই মেদিনীপুর জেলা নিয়ে ঝাড়গ্রাম জোনে কাজ শুরু হবে। বর্ধমান,বীরভূম, মালদা নিয়ে তৃতীয় জোনের প্রশিক্ষণ হবে বর্ধমান শহরে। মুর্শিদাবাদ,নদিয়া নিয়ে চাকদায় চতুর্থ জোন বাছা হয়েছে। উত্তরবঙ্গের ছেলে-মেয়েরাও রেফারি হতে চেয়ে আবেদন করতে চেয়েছেন। এখনও সেই আবেদন নেওয়া হয়নি। তবে খুব শীঘ্রই আবেদন পত্র জমা করে শিলিগুড়িতে রেফারি প্রশিক্ষণের কাজ শুরু করবে সিআরএ।
সিআরএ সচিব উদয়ন হালদার “ইনসাইড স্পোর্টস”কে জানান,”এবার বহু ছেলে-মেয়ে রেফারি হতে চেয়ে আবেদন করেছে। এটা খুব ইতিবাচক দিক। বিভিন্ন জেলা থেকে আবেদন পত্র এসেছে। তাই আমরা বাধ্য হয়েই প্রশিক্ষণ শিবির চারটে জোনে ভাগ করেছি। উত্তরবঙ্গের ছেলে-মেয়েদের জন্য শিলিগুড়িতেও রেফারি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সব মিলিয়ে প্রায় ২২০ জন নতুন রেফারি শিক্ষার্থীদের পাচ্ছি। ভবিষ্যতে এদের মধ্যেই উঠে আসবে ফিফা রেফারি। আর একটা ভাল খবর হল,আইএফএ সচিব আমাদের তাঁবুতে সেন্ট্রাল এসির ব্যবস্থা করে দিচ্ছে। সেই সঙ্গে আমাদের নতুন রেফারিদের জন্য স্পোকেন ইংলিসের ক্লাসের ব্যবস্থা করে দিচ্ছেন। এই ভাবে আইএফএ পাশে থাকলে আমরা মসৃন গতিতে এগিয়ে যাব।”