বিশ্বকাপ সূচি প্রকাশঃ সেমিফাইনাল সহ ৫ ম‍্যাচ পেল ইডেন

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : অবশেষে আসন্ন ক্রিকেট বিশ্বকাপের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি ঘোষণা হয়ে গেল। প্রত‍্যাশামতোই ভারত-পাকিস্তান ম‍্যাচ পেয়েছে আমেদাবাদ। ইডেন পেয়েছে পাঁচটি ম‍্যাচ। গ্রুপের চারটি ও একটি সেমিফাইনাল নিয়ে মোট পাঁচটি বিশ্বকাপের ম‍্যাচ হবে ইডেনে।

ইডনে যে ম‍্যাচগুলি হবে – ▪২৮ অক্টোবর বাংলাদেশ বনাম যোগ্যতা অর্জনকারী দল-১,
▪৩১ অক্টোবর পাকিস্তান বনাম বাংলাদেশ।▪ ৫ নভেম্বর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা।▪১২ নভেম্বর ইংল্যান্ড বনাম পাকিস্তান। এছাড়াও ১৬ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনাল ম‍্যাচ হবে ইডেনে।

আজ বিসিসিআই সচিব জয় শা জানান, ১৫ অক্টোবর ভারত-পাকিস্তান ম‍্যাচ হবে আমেদাবাদে। এবারের বিশ্বকাপ শুরু হচ্ছে ৫ অক্টোবর। মুখোমুখি হবে ইংল‍্যান্ড ও নিউজিল‍্যান্ড। ফাইনাল হবে ১৯ নভেম্বর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here