ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে বিধাননগর গোল্ড কাপ চ্যাম্পিয়ন হল ভারতীয় তরুণ সংঘ। রবিবার সন্ধ্যায় লেকটাউনের মিলন সংঘের মাঠে টাইব্রেকারে (৩-০) তরুন দলকে হারিয়ে বিধাননগর গোল্ড কাপ জিতল ভারতীয় তরুন সংঘ।
গত ৭ মে ৩২ টি দল নিয়ে শুরু হয়েছিল বিধাননগর গোল্ড কাপ। মূলত বিধাননগর বিধান সভা কেন্দ্রের দল নিয়ে এই গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু করেছেন স্থানীয় বিধায়ক ও মন্ত্রী সুজিত বসু। গত বছর এই বিধাননগর গোল্ড কাপ শুরু করেছেন মন্ত্রী সুজিত বসু। এই বছর মোট ১০টি মাঠে টুর্নামেন্টের ম্যাচ হয়। চ্যাম্পিয়ন দলকে ৩ লক্ষ ও রানার্স দলকে ২ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হয়।
এদিন, বিধাননগর গোল্ড কাপের ফাইনালে উপস্থিত ছিলেন একঝাঁক প্রাক্তন ফুটবলার। সমরেশ চৌধুরী, গৌতম সরকার, শংকরলাল চক্রবর্তী, বিকাশ পাঁজি থেকে প্রশান্ত চক্রবর্তী, সুব্রত ভট্টাচার্য, প্রীতম কোটাল, অ্যালভিটো ডি কুনহা, ষষ্ঠী দুলে, মেহতাব হোসেন, রহিম নবি, সুব্রত পাল, দীপঙ্কর রায়, সুমিত মুখার্জি, অর্ণব মণ্ডল মাঠে হাজির ছিলেন।
ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, আইএফএ সচিব অনির্বান দত্ত, সভাপতি অজিত ব্যানার্জি, চেয়ারম্যান সুব্রত দত্ত। তিনপ্রধান ক্লাবের থেকে উপস্থিত ছিলেন দেবাশিস দত্ত,দেবব্রত সরকার, ইসতিয়াক আহমেদ,মহম্মদ কামরুদ্দিন। এছাড়াও ছিলেন, চন্দ্রিমা ভট্টাচার্য, রথীন ঘোষ, কৃষ্ণা চক্রবর্তী, মনোজকুমার আগরওয়াল (অতিরিক্ত সচিব, দমকল), অতীন ঘোষ, দেবাশিস কুমার, শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, তাপস রায়, সৌগত রায় এবং বিওএ সভাপতি স্বপন ব্যানার্জি।
এদিন, ফাইনাল ম্যাচ শুরুর আগে মহিলাদের এক প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হয়েছিল মহমেডান স্পোর্টিং ও শ্রীভূমি ফুটবল ক্লাব। এই ম্যাচে মহমেডানকে ৩-০ গোলে হারায় শ্রীভূমি ফুটবল ক্লাব। এদিন মাঠে বিশেষ আকর্ষণ ছিল চোখ ধাঁধানো লেজার শো।