ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২১ ফেব্রুয়ারি : বরখাস্ত মহমেডান স্পোর্টিংয়ের কোচ কিবু ভিকুনা। আই লিগে লাগাতার ব্যর্থতার জেরে কোচ কিবু ভিকুনাকে সরে যেতে হল। তাঁর জায়গায় মহমেডানের নতুন কোচ হতে চলেছেন মেহেরাজউদ্দিন।
গতকাল সন্ধ্যায় মহমেডানের নতুন কমিটি গঠন হয়েছে। নতুন সচিব পদে এসেছেন ইসতিয়াক আহমেদ। সচিবের দায়িত্ব নেওয়ার পর ইসতিয়াক বলেছিলন, “দলের ব্যর্থতা নিয়ে শীঘ্রই আলোচনায় বসব। ফুটবলার,কোচেদের সঙ্গে কথা বলব।” ১২ ঘন্টা যেতে না যেতেই চিফ কোচ কিবু ভিকুনাকে সরিয়ে দেওয়া হল। আজ, মঙ্গলবার সকালে মহমেডান ক্লাব তাঁবুতে ফুটবলারদের সঙ্গে আলোচনায় বসেছিলন সচিব ইসতিয়াক আহমেদ। সঙ্গে ছিলেন ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস,কার্যকরী সভাপতি মহম্মদ কামরুদ্দিন। ক্লাব তাঁবুতে কোচ ভিকুনা আসেননি। তবে তাঁর সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা হয় মহমেডান কর্তাদের। ব্যর্থতার দায় মেনে নিয়েছেন কোচ ভিকুনাও।
প্রসঙ্গত, ভিকুনার হাত ধরেই মোহনবাগান শেষ আই লিগ চ্যাম্পিয়ন হয়েছেন। গত বছর কলকাতা লিগের প্রথম ডিভিশনের ক্লাব ডায়মন্ডহারবারের কোচ ছিলেন। তারপরেই মহমেডান কর্তারা আই লিগ চ্যম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে কোচের দায়িত্ব তুলে দেন কিবু ভিকুনার হাতে। কিন্তু মহমেডানের দায়িত্ব নেওয়ার পর চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন ভিকুনা। কোচের চাকরিটা চলে যাবে ধরেই নেওয়া হয়েছিল। সময়ের অপেক্ষা ছিল। আপাতত বরখাস্ত করা হল। চুক্তির নির্দিষ্ট সময়ের আগেই সরে যেতে হওয়ায় কিছু কাগজে সই-সাবুদের কাজ চলছে। তা হয়ে গেলেই ভিকুনার চলে যাওয়ার খবর সরকারি ভাবে জানিয়ে দেবেন মহমেডানের কর্তারা।