ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত
হয়ে চলে গেলেন ভারতের প্রাক্তন মিডফিল্ডার নরেন্দার থাপা। তাঁর আকস্মিক মৃত্যুতে ফুটবল মহলে নেমে এসেছে শোক। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৮ বছর।
প্রাক্তন ফুটবলার অলোক মুখার্জির কাছ থেকে জানা যায়,গতকাল বিকেলে এফসিআই – এর অফিস ক্যান্টিনে খাওয়া দাওয়া করেন। আড্ডাও দেন। পরে শরীরটা খারাপ লাগছে বলে সল্টলেকের বাড়ি চলে যান। রাতে ঘুমোতে যাওয়ার পর আর উঠলেন না। শুক্রবার সাত সকালে সল্টলেকের আমরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, অনেক আগেই মৃত্যু হয়েছে।
অলোক মুখার্জি বলেন,” থাপার এর আগেও স্নায়ু রোগে ভুগছিলেন। আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠার পর অফিসও শুরু করে। কিন্তু কাল রাতে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়। নরেন্দার থাপা খুব ভাল মনের ছেলে ছিল”।
নয়ের দশকে নরেন্দার থাপা মহমেডানে। ওই মরসুমে মাঠে থাপার সঙ্গে সংর্ঘষে বড় চোট পেয়েছিলেন ভারতের আর এক প্রাক্তন ফুটবলার কৃষ্ণেন্দু রায়। তিনি ‘ইনসাইড স্পোর্টস’কে বলছিলেন,”ময়দানে নরেন্দার থাপার মত এত ভদ্র ছেলে দেখিনি। খুব ভাল ছেলে ছিল। কোচ মিলোভানের যে কয়েক জন প্রিয় ছিল তাদের মধ্যে থাপা ছিল অন্যতম। ওর উচ্চতা বেশি না হলেও তার স্কিল, স্ট্যামিনা এবং স্পিড ছিল মারাত্মক। এফসিআই-এর কৃশানু,পেম দর্জির পর থাপাও চলে গেল”
নরেন্দার থাপা শুরুতে জেসিটিতে খেলার পর কলকাতা শহরে চলে আসেন। তিন প্রধান ক্লাব ছাড়াও বাংলা ও ভারতীয় দলেও খেলেছিলেন।