নতুন কোচ কার্লোস কুয়াদ্রাত, ঘোষণা ইস্টবেঙ্গলের

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : প্রতিক্ষার অবসান। লোবেরেকে না পেলেও আইএসএল জয়ী কোচ কার্লোস কুয়াদ্রাতকে কোচ হিসেবে নিয়োগ করছে ইস্টবেঙ্গল ক্লাব। আজ তা ইস্টবেঙ্গল ক্লাব ও ইনভেস্টরের পক্ষ থেকে জানিয়েও দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, লোবেরোর সঙ্গে কোচ হওয়ার ব‍্যাপারে অনেক দুর কথা এগিয়েছিল। এই ব‍্যাপারে ইস্টবেঙ্গল কর্তারাও সংবাদমাধ‍্যমকে সবিস্তারে জানিয়েওছিলেন। কিন্তু শেষ মুহুর্তে লোবেরো ইস্টবেঙ্গল কর্তাদের কাছে ‘কথা রাখেননি।’

কার্লোস কুয়াদ্রাত ২০১৭-‘১৮ মরশুমে সুনীল ছেত্রীদের বেঙ্গালুরুর দায়িত্ব নেন। প্রথম মরশুমেই সুনীলদের আইএসএল জেতান কুয়াদ্রাত। সেবছর চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি, লিগ শিল্ডও ঘরে তুলেছিল বেঙ্গালুরু। টানা তিন বছর ধারাবাহিকতার সঙ্গে কাজ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here