ডেভিসের হ‍্যাটট্রিক, ৫ গোল দিয়ে লিগ শুরু ইউনাইটেডের

0

◆হ‍্যাটট্রিক করার পর ডেভিস◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ময়দানে কান পাতলেই শোনা যায়,এবারও নাকি ব‍্যালান্সড দল গড়েছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব। কত ভাল দল গড়েছে তা ধারাবাহিক সাফল‍্যই বলবে। কিন্তু মঙ্গলবার কল‍্যাণীর মাঠে প্রিমিয়ার ডিভিশনের ‘এ’-এর লিগ অভিযান শুরু করতে নেমে প্রতিপক্ষ পিয়ারলেসকে উড়িয়ে দিল ইউনাইটেড স্পোর্টস ক্লাব। এদিন তারা শুরুতে ০-১ গোলে পিছিয়ে পড়লেও ম‍্যাচের বয়স যত বেড়েছে ততোই যেন সেই গত বছরের মতোই আক্রমনাত্মক ফুটবলে ফিরেছে। সেই আক্রমণের সামনে আর ঘুরে দাঁড়াতে পারেনি পিয়ারলেস। ইউনাইটেড স্পোর্টস ৫-১ গোলে হারাল পিয়ারলেসকে। হ‍্যাটট্রিক করলেন ডেভিস। অপর দুটি গোল করেন সেইলি ও বাসুদেব। পিয়ারলেসের গোলদাতা প্রতাপ।

ইউনাইটেড স্পোর্টস ও পিয়ারলেস ম‍্যাচের একটি মুহূর্ত

এদিন, প্রিমিয়ার ‘এ’ গ্রুপের আরও চারটি ম‍্যাচ ছিল। ক‍্যানিংয়ে সাদার্ন সমিতিতে ২-১ গোলে হারাল বিএসএস। বৃষ্টির জন‍্য একটু দেরিতে ম‍্যাচ শুরু হয়। এই ম‍্যাচে বিএসএসের হয়ে গোল করেন উইলিয়াম ও মহম্মদ সুমিত। আর সাদার্নের হয়ে গোল করেন সনু।

বিএসএসের দুই গোলদাতা উইলিয়াম ও সুমিত

এদিন বৃষ্টির জন‍্য নৈহাটিতে ভবানিপুর ও রেলওয়ে এফসি ম‍্যাচ পরিত‍্যক্ত হয়েছে দমদমের মাঠে টালিগঞ্জ ও এরিয়ান ম‍্যাচ ২-২ গোলে শেষ হয়। টালিগঞ্জের হয়ে গোল করেছেন ক্রিস্টোফার ও ক্রোমা। আর এরিয়ানের হয়ে একটি করে গোল করেছেন অগাস্টিন ও প্রদীপ। অন‍্যদিকে লিগ অভিযানের শুরুতেই হেরে গেল জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব। কাকিনাড়ার মাঠে ক‍্যালকাটা কাস্টমসের কাছে ৩-১ গোলে হেরে গেল জর্জটেলিগ্রাফ। এবছর কাস্টমসের কোচ হয়েছেন বিশ্বজিৎ ভট্টাচার্য। মে মাস থেকে নিজের মতো করে দল গড়ে ফুটবলারদের অনুশীলন করিয়ে এসেছেন কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। কাস্টমসের হয়ে রবি হাঁসদা, সৈকত সরকার ও নরহরি শ্রেষ্ঠা গোল করেন। জর্জের গোলদাতা আব্দুলে।

কাস্টমস ও জর্জটেলিগ্রাফ ম‍্যাচের একটি মুহূর্ত

এদিন প্রিমিয়ার ‘বি’ গ্রুপের খেলায় ১-১ ড্র করল কালিঘাট এম এস। এদিন রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে এফসিআই-এর সঙ্গে ড্র করল কালিঘাট এমএস। কালিঘাটের হয়ে অভিষেক ও এফসিআইয়ের হয়ে বিশ্বজিৎ গোল করেছেন। বারাকপুরে ইস্টার্ন রেলওয়ে ২-১ গোলে হারাল ওয়েষ্ট বেঙ্গল পুলিসকে। কল‍্যাণীতে বৃষ্টির জন‍্য পাঠচক্র ও পুলিস এসি ম‍্যাচ পরিত্যক্ত হয়। এদিকে কামালগাছি মাঠে রেনবো ও উয়াড়ী ম‍্যাচ গোলশূন‍্যভাবে শেষ হয়েছে। ম‍্যাচের শেষে রেফারি রবীন বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন উয়াড়ীর ফুটবল সচিব ইন্দ্রনাথ পাল। তাঁর অভিযোগ,”তিন তিনটি পেনাল্টি দেননি রেফারি। আমার ময়দানের জীবনে এত নিম্নমানের রেফারি কখনও দেখিনি। এমন জঘন‍্য রেফারিংয়ের প্রতিবাদ হওয়া দরকার।”

টালিগঞ্জ অগ্রগামী ও এরিয়ান ম‍্যাচের একটি মুহুর্ত

এদিন প্রিমিয়ার ছাড়াও পঞ্চম ডিভিশনের ৬টি খেলা ছিল। ওয়াইএমসিএ (ওয়েলিংটন) ৪-০ গোলে হারাল সরৎ সমিতিকে। রবার্ট হাডসনকে ৫-১ গোলে হারাল জর্জ কলেজ অফ গেমস অ‍্যান্ড স্পোর্টস। মিলন চক্র ৩-১ গোলে হারাল হেস্টিংসকে। বেনিয়াপুকুর ইনস্টিটিউট ০-২ গোলে হারল রাখি সংঘের কাছে। তবে এদিন পেয়ারাবাগান বড় ব‍্যবধানে জয় পেয়েছে। তারা ৭-১ গোলে হারাল বুদ্ধিস্ট ক্লাবকে। বেলেঘাটা বিবি ২-০ গোলে হারায় বাগমারি ক্লাবকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here