◆তৃতীয় উইকেট নেওয়ার পর সিরাজকে অভিনন্দন বিরাটের◆
◆ভারত – (প্রথম ইনিংস – ৪০৪)
◆বাংলাদেশ – ১৩৩/৮ (মুসফিকুর – ২৮, লিটন দাস – ২৪, কুলদীপ – ৪/৩৩,সিরাজ – ৩/১৪)
(বাংলাদেশ ২৭১ রানে পিছিয়ে)
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১৫ ডিসেম্বর : মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদবের বোলিং দাপটে ধুঁকছে বাংলাদেশ। ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনে ভাল যায়গায় ভারত। প্রথম ইনিংসে ভারতের ৪০৪ রানের জবাবে বাংলাদেশ দ্বিতীয় দিনের শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান করেছে। সাকিবুলরা পিছিয়ে আছে ২৭১ রানে।
বুধবার শ্রেয়স তাঁর ব্যক্তিগত ৮২ রানে অপরাজিত ছিলেন। বৃহস্পতিবার সকালে শ্রেয়স ব্যাট করতে নেমে স্থায়ী হতে পারেননি। মাত্র চার রান করে ব্যক্তিগত ৮৬ রানে আউট হন। পরে রবিচন্দ্রন অশ্বিন (৫৮) ও কুলদীপ যাদব (৪০) ভারতকে ভদ্রস্থ রানে পৌঁছে দেন। ভারত ৪০৪ রানে অল আউট হয়ে যায়।
জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদবের দুরন্ত বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের ব্যাটাররা। একমাত্র মুসফিকুর রহিম(২৮),লিটন দাস (২৪) ও জাকির হাসান (২০) ছাড়া সেই ভাবে আর কেউ রান করতে পারেননি। কুলদীপ ৩৩ রান দিয়ে ৪ উইকেট এবং মহম্মদ সিরাজ ১৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। একটি উইকেট নিয়েছেন উমেশ যাদব। শুক্রবার ম্যাচের তৃতীয় দিন।