জয় দিয়ে লিগ অভিযান শুরু ডায়মন্ড হারবার এফসির

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : জয় দিয়ে লিগ অভিযান শুরু করল অভিষেক ব‍্যানার্জির ডায়মন্ড হারবার এফসি। সোমবার থেকে শুরু হল কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনের খেলা। এদিন বাটানগর স্টেডিয়ামে কলকাতা পোর্ট ট্রাস্টকে ৩-০ গোলে হারাল ডায়মন্ড হারবার এফসি। একটি আত্মঘাতী গোল ছাড়া ডায়মন্ডের হয়ে গোল করেছেন তুহিন শিকদার ও সন্দীপ পাত্র।

গোল করার মূহুর্তে তুহিন। সোমবার বাটানগর স্টেডিয়ামে

এদিন ডায়মন্ড হারবার এফসির ম‍্যাচ দেখতে বাটানগর স্টেডিয়ামে কয়েক হাজার মানুষের ভিড়। ম‍্যাচ শেষ হতেই মাঠে ঢুকে পড়ে ডায়মন্ডহারবারের সদস‍্য-সমর্থকরা।

ম‍্যাচ শেষ হতেই মাঠে ঢুকে পড়ে দর্শক

একই দিনে প্রথম ডিভিশনের অপর ম‍্যাচ গুলি (রবীন্দ্র সরোবর ছাড়া) হল জেলার মাঠে। কাকিনাড়া নারায়নপুরের মাঠে বি এন আর ও অনুশীলনী ম‍্যাচ গোল শূন‍্য ভাবে শেষ হয়েছে। রবীন্দ্র সরোবরে সালকিয়া ফ্রেন্ডসকে ২-১ গোলে হারাল বড়িশা স্পোর্টিং ক্লাব। বড়িশার হয়ে গোল করেছেন ইনদ্রজিৎ মন্ডল ও জ‍্যোতি বর্মন। সালকিয়ার গোলদাতা গোপাল ভাঙ্গি। কল‍্যাণী বি খেলার মাঠে লিগের শুরুতেই আটকে গেল সিটি ক্লাব। তারা ইউনাইটেড স্টুডেন্টের সঙ্গে ২-২ ম‍্যাচ ড্র করে। ইউনাইটেডের হয়ে আশুতোষ কুমার মাঝি দুটি এবং সিটির হয়ে জয়ন্ত ঘোষ ও অভিজিৎ প্রামানিক একটি করে গোল করেন।

ম‍্যাচ শেষে ডায়মন্ড হারবার কোচ কিবু ভিকুনা

রাজপুর-সোনারপুর মাঠে ঐক‍্য সম্মিলনী ২-১ গোলে হারাল হাওড়া ইউনিয়নকে। ঐক‍্য সম্মিলনীর হয়ে প্রদানজিৎ ঘোষ ও নেহাল আহমেদ গোল করেন। হাওড়ার ফুলচাঁদ হেমব্রম একটি গোল করেন। অন‍্যদিকে আর্মি রেড দল ২-০ গোলে হারাল মৌরি এসসিকে। আর্মির গোলদাতা লিটন শীল ও সুশীল সাহা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here