ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : অবশেষে ৬ বছর পর শুরু হল একদা জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট পি সেন ট্রফি। প্রথম দিনেই দাপটের সঙ্গে জয় ছিনিয়ে নিল মোহনবাগান। ইডেনের মাঠে প্রতিপক্ষ এরিয়ানকে ২৬০ রানে হারাল মোহনবাগান।
রবিবার প্রথমে ব্যাট করতে নেমে মোহনবাগান মাত্র চার উইকেট হারিয়ে ৪৩০ রান করে। দুরন্ত ইনিংস খেলেন অভিমন্যু ঈশ্বরণ। ১১১ বলে ১৬১ রানের ইনিংস খেলেন অভিমন্যু। শাকির হাবিব ঝকঝকে ১০৭ রানের ইনিংস খেলেন। জবাবে ব্যাট করতে নেমে এরিয়ান মাত্র ১৭০ রানে অল আউট হয়ে যায়। দীপক চারটি ও আকাশ পান্ডে তিনটি উইকেট নিয়েছেন।
পি সেন ট্রফির অপর ম্যাচে যাদবপুর উইনিভার্সিটি (সল্টলেক) মাঠে খিদিরপুর স্পোর্টিং ক্লাবকে হারাল ভবানীপুর ক্লাব। ঋষি ধাওয়ানের দুরন্ত ব্যাটিং ও বোলিংয়ের উপর ভরসা করেই জয় তুলে নেয় ভবানীপুর। প্রথমে ব্যাট করতে নেমে ১৭৫ রান করে ভবানীপুর। ৪৮ বলে ৫০ রানের ইনিংস খেলেন ঋষি। কম রানের লক্ষ্য মাত্রা থাকলেও খিদিরপুরের ব্যাটাররা সুবিধা করতে পারেনি। ঋষির বোলিংয়ের সামনে ভেঙে পড়ে খিদিরপুর। ঋষি নিয়েছেন ৫ উইকেট। ১৩৪ রানেই খিদিরপুর অল আউট হয়ে যায়।