জিবি বৈঠকে গরহাজির, মোহনবাগানকে চিঠি দিচ্ছে আইএফএ

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৯ জুলাই : এবার কি মোহনবাগান কলকাতা ফুটবল লিগে খেলবে? ক্রমশ এই প্রশ্নটা দানা বাঁধছে। তার বড় কারণ হল,গত দুটি গর্ভনিংবডির সভায় মোহনবাগান প্রতিনিধি উপস্থিত ছিলেন না। আজ,শনিবার আইএফএ অফিসে প্রিমিয়ার ক্লাবগুলিদের নিয়ে সভা ছিল। সেই সভায় ইস্টবেঙ্গল,মহমেডান সহ সব ক্লাব প্রতিনিধি হাজির থাকলেও মোহনবাগানের কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না। প্রিমিয়ার ক্লাব সভার পরের গর্ভনিং বডির সভাতেও মোহনবাগান অনুপস্থিত ছিল।

এদিনের গর্ভনিং বডির সভায় আইএফএ চেয়ারম‍্যান সুব্রত দত্ত প্রস্তাব দেন, মোহনবাগান কেন সভায় আসছে না? তারা লিগ খেলবে কি না সেটাও বোঝা যাচ্ছে না। মোহনবাগানের জন‍্য প্রিমিয়ারের ক্রীড়াসূচি আটকে রয়েছে। এই অবস্থায় সহ সভাপতি হিসেবে স্বরূপ বিশ্বাস মোহনবাগানকে চিঠি দিক। স্বরূপ বিশ্বাস ও অপর সহ সভাপতি সৌরভ পাল মোহনবাগানের বিষয়টা খতিয়ে দেখুক। ওদের সঙ্গে কথা বলে সচিব অনির্বান দত্তর সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্ত নিক। সেই সিদ্ধান্ত গর্ভনিংবডির সভায় পেশ করুক। সুব্রত দত্তর এই প্রস্তাব মেনে নেন এদিনের গর্ভনিং বডির সদস‍্যরা।

সভায় সদস‍্যদের সহ সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন,”মোহনবাগানের জন‍্য ফিক্সচার আটকে আছে। আমরা আজই মোহনবাগানকে চিঠি পাঠিয়ে দিচ্ছি। কি সমস‍্যা আছে সেটা বসে আলোচনাও করতে হবে।”
এদিকে, গর্ভনিং বডির সভায় আইএফএ-এর দশটি কমিটি গঠন করা হয়েছে। এবার ফিনান্স কমিটির চেয়ারম‍্যান হয়েছেন দিলীপ নারায়ণ সাহা। সিএফএল কমিটির (প্রিমিয়ার ও প্রথম ডিভিশন) চেয়ারম‍্যান হয়েছেন বিশ্বজিত গুহ রায়।

এদিকে,এদিনের প্রিমিয়ার ক্লাবদের নিয়ে সভায় দুটি গ্রুপ করে লিগ করার প্রস্তাব ওঠে। কিন্তু সেই প্রস্তাবে অধিকাংশ ক্লাব রাজি হয়নি। প্রিমিয়ার দলের ক্লাবরা রাউন্ড রবিন লিগ খেলতে চাইছে। সবাই সবার সঙ্গে খেলবে। ক্লাবদের ইচ্ছেকে অগ্রাধিকার দিয়ে প্রিমিয়ার ডিভিশনে রাউন্ড রবিন লিগ করা হচ্ছে।

গত দুই মাস ধরে ক্লাবগুলি দলের অনুশীলন করাচ্ছে। খরচ বাড়ছে। অথচ লিগ শুরু হচ্ছে না। ফুটবলাররাও বিভ্রান্ত। এই অবস্থায় প্রিমিয়ার দলগুলি ২০ জুলাই থেকে লিগ খেলতে চাইছে। আইএফএ সেই চেষ্টাই করছে। প্রসঙ্গত উল্লেখ্য, এত কম সময়ে ফুটবলারদের সিআরএস করাতে একটু সময় লাগছে বলেই লিগ শুরু হতে দেরি হচ্ছে বলে আইএফএ সূত্রের খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here