ঘোড়ার গাড়ি করে ক্লাব তাঁবুতে ফিরলেন মহমেডানের ফুটবলাররা

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : লিগ জয়ের উৎসবটা শুরু হয়েছিল কিশোর ভারতী স্টেডিয়াম থেকেই। ফুটবলারদের নিয়ে উৎসবে মাতলেন কর্তা থেকে সদস‍্য-সমর্থকরা। তাঁদের মুখে মুখে ঘুরছিল “জান,জান মহমেডান”-এর স্লোগান।

ম‍্যাচ শেষ হওয়ার পর টিম বাসে করে ফুটবলারদের আনা হয় ভিক্টোরিয়ার ঠিক সামনে। তখন সন্ধ‍্যা হয়ে গিয়েছে। তৈরি ছিল সাতটি সাজানো ঘোড়ার গাড়ি। বাস থেকে নেমে ফুটবলাররা একে একে উঠলেন ঘোড়ার গাড়িতে। আর এই ঘোড়ার গাড়ির সামনে হাটছিলেন মহমেডানের শীর্ষস্থানীয় সকল কর্তারা। মাঠে দুরন্ত লড়াই করে লিগ চ‍্যাম্পিয়ন করেছেন ফুটবলাররা। সেই ফুটবলারদের ঘোড়ার গাড়িতে চাপিয়ে নিজেরা হেঁটে ক্লাব তাঁবুতে আনলেন কামরুদ্দিন,ইসতিয়াক আহমেদ সহ মহমেডান কর্তারা। আর এঁদের পাশে,সামনে উপস্থিত ছিলেন মহমেডান সভর্থকরা। এমন দৃশ‍্য অতীতে গড়ের মাঠে কেউ দেখেছে কিনা জানা নেই।

২১ টি গোল করা ডেভিডকে নিয়ে উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। ঘোড়ার গাড়ি থেকে নামিয়ে তাঁকে সমর্থকরা কাঁধে করে ক্লাব তাঁবুতে নিয়ে ঢোকেন। ক্লাব তাঁবুতে গ্রুপ ছবি তোলার পর ডেভিড বলছিলেন,”কলকাতার ফুটবল নিয়ে অনেক কথা শুনেছিলাম। এবার নিজের অভিজ্ঞতা হল। গুড ফিলিংস।”

এত আনন্দের মাঝেও আইএফএকে নিয়ে অভিমান মহমেডান কর্তাদের। কারণ, চ‍্যাম্পিয়ন হলেও ট্রফি দিল না আইএফএ। মহমেডান সভাপতি আমিরুদ্দিন ববি বলছিলেন,”আইএফএ যে ভাবে আমাদের অসম্মান করল এটা ঠিক কাজ হয় নি। আরও দুটি বড় ক্লাব আছে। ওদের যে ভাবে সম্মান বা গুরুত্ব দেয়, আমাদের সেই ভাবে গুরুত্ব দেয় না আইএফএ। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, মহমেডান স্পোর্টিং ক্লাব খুব পুরনো ক্লাব। অনেক ইতিহাস আছে। মহমেডান তাঁর নিজের গতিতে মাথা উঁচু করে চলবে। ওরা ট্রফি দিলে দেবে, না দিলে না দেবে। আমরা আর ওই বিষয় নিয়ে ভাবছি না।”

মহমেডান ক্লাবের সচিব ইসতিয়াক আহমেদ বলছিলেন,”ট্রফিটা আজ পেলে আমরা সবাই বেশি আনন্দ করতে পারতাম। এটা আইএফএ-এর ব‍্যর্থতা নাকি অন‍্য কিছু জানি না।” আইএফএ থেকে জানা গিয়েছে লিগের শেষ ম‍্যাচেও শুরুর মতো জমকালো অনুষ্ঠান করার কথা নাকি ভেবে রেখেছেন আইএফএ কর্তারা। ওই দিনই মহমেডানকে লিগ চ‍্যাম্পিয়নের জন‍্য রূপোর ট্রফি তুলে দেওয়া হবে।

প্রসঙ্গত, শুক্রবারের পর আর নতুন করে সেলিব্রেশন হবে না। ইসতিয়াক আহমেদ জানান,”কোচ ফুটবলারদের দুই দিন ছুটি দিয়েছেন। সবাই বাড়ি যাবে। ৪ অক্টোবর আই লিগেয জন‍্য দিল্লিতে চলে যাবে দল। এবার মিশন আই লিগ চ‍্যাম্পিয়ন হওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here