ক্রিকেটকে বিদায় জানালেন মনোজ তিওয়ারি

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : গত মরসুমেই বোঝা গিয়েছিল। এবার সেটাই ঘটল। হ‍্যাঁ, আজ,বৃহস্পতিবার ইনস্টাগ্রামে ক্রিকেট থেকে নিজের অবসরের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মনোজ তিওয়ারি। তিনি লিখেছেন,”ক্রিকেটকে বিদায় জানালাম। এই ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। যা কিছু পেয়েছি এই ক্রিকেট থেকে। তাই ক্রিকেট খেলার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব।”

নিজের অবসরের পোষ্টে ছেলে বেলার কোচ, বাবা,মা থেকে সকলকেই ধন‍্যবাদ জানিয়েছেন। প্রসঙ্গত, গত মরসুম খেলেই যে মনোজ ক্রিকেট থেকে অবসর নেবেন তার একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল। আর সেই কারণে গত মরসুমে বাংলা দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছিল। দলকে রনজির ফাইনালে তুললেও সৌরাষ্ট্রের কাছে হেরে গিয়ে রানার্স হয়েছিল বাংলা। সেই দিনই মনোজ বলেছিলেন,এখনই অবসর নিয়ে কিছু ভাবছেন না। তাঁর রনজি ট্রফি ছুঁয়ে দেখার ইচ্ছে আছে। কিন্তু আজ,বৃহস্পতিবার হঠাৎ ইনস্টাগ্রামে পোষ্ট করে নিজের অবসরের কথা ঘোষণা করেন ৩৭ বছরের মনোজ।

মনোজ তিওয়ারি ভারতীয় দলের হয়ে ১২টি ও টি-২০ ৩ টি ম‍্যাচ খেলেছেন। পাশাপাশি আইপিএলেও খেলেছেন। ২০০৪ সালের ২২ ডিসেম্বর ইডেনে দিল্লির বিরুদ্ধে বাংলার হয়ে অভিষেক হয়েছিল মনোজের। আর গত বছর সেই ইডেনেই সৌরাষ্ট্রের বিরুদ্ধে শেষ ম‍্যাচ খেলেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here