এটিকে মোহনবাগান – ১ (কৃষ্ণ)
কেরল ব্লাসটার্স – ০
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, গোয়া, ২০ নভেম্বর : কিবু ভিকুনা মানেই ভাল ফুটবলের উপহার। গত মরসুমের আই লিগে মোহনবাগান ধারাবাহিক ভাবে দৃষ্টি নন্দন ফুটবল খেলেছে। কোচ কিবুর চেষ্টায়। তারপর থেকেই কিবুর টিমের উপর ভাল ফুটবল প্রত্যাশা সকল ফুটবল প্রেমিদের। আজ, শুক্রবার আইএসএলের উদ্বোধনী ম্যাচে ভাল ফুটবল দেওয়ার ইঙ্গিত দিতে শুরু করলেন কিবু। দলটা এখনও ঠিক তৈরি নয়। বেশির ভাগ নতুন মুখ। তার মধ্যেও ভাল ফুটবল দেওয়ার চেষ্টা।
প্রথমার্ধের বেশি সময়টাই ছিল কেরালা ব্লাস্টারেরর। প্রস্তুতি ম্যাচে এসসি ইস্টবেঙ্গলের কাছে হারলেও এদিনের ম্যাচে অন্য মেজাজে ধরা দেয় কেরালা। প্রথম থেকেই বল নিজেদের দখলে রেখেছিল হলুদ জার্সিধারীরা। অন্যদিকে, উইলিয়ামসের জায়গায় রয় কৃষ্ণ’র পাশে এডু গার্সিয়াকে শুরু থেকে খেলান হাবাস। ফলে কিছুটা যেন ছন্দহীন ছিলেন গতবার ১৫ টি গোল করা রয় কৃষ্ণ। বল পজেশনে কেরালা এগিয়ে থাকলেও প্রথমার্ধেই গোলের সহজ সুযোগ নষ্ট করেছেন কৃষ্ণ।
সবাই ধরে নিয়েছিল, আজ তিন পয়েন্ট অধরা কিন্তু দ্বিতীয়ার্ধে ছন্দে ফেরেন হাবাসের ছেলেরা। ধীরে ধীরে খেলাটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এটিকে মোহনবাগান। নিজেদের আধিপত্য বিস্তার করতে থাকে সবুজ–মেরুন ব্রিগেড। ৬৭ মিনিটে দলের হয়ে জয়সূচক গোলটি করেন রয় কৃষ্ণ। কেরালা ডিফেন্সের ভুলের সুযোগ পেয়ে যান তিনি। তা থেকে গোল করতে আর কোনও ভুল করেননি ফিজির ফুটবলারটি। যদিও শেষদিকে কেরল মরিয়া হয়ে গোল শোধের লড়াই করে। কিন্তু শেষ হাসি হাবাসের মুখে।
আগামী ২৭ নভেম্বর ডার্বি ম্যাচ। তার আগে এই জয় এটিকে মোহনবাগানকে মানসিক ভাবে ভাল জায়গায় রাখল।