ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : হেরেই চলেছে মামনি পাঠচক্র ক্লাব। লিগে এখনও পযর্ন্ত তিনটি ম্যাচে তিনটিতেই হেরে হ্যাটট্রিক করল মামনি পাঠচক্র। শনিবার কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলায় দমদম সুরের মাঠে কালিঘাট মিলন সংঘ ক্লাব ৩-১ গোলে মামনি পাঠচক্রকে হারাল। কালিঘাটের হয়ে মহম্মদ সাকিরুল আলি দুটি ও কৌস্তুভ দত্ত একটি গোল করেন। মামনি পাঠচক্রের একমাত্র গোলদাতা হলেন সাহিল হরিজন।
আইএফএ সভাপতি অজিত ব্যানার্জির কালিঘাট এম এস এখনও পযর্ন্ত অপরাজেয়। তিনটি ম্যাচ খেলে দুটি জয় ও একটি ড্র।
একই দিনে জয়ে ফিরল টালিগঞ্জ অগ্রগামী। সিএফসিকে ২-০ গোলে হারাল টালিগঞ্জ। গোলদাতা মানস সরকার ও সাহেব বাউরি। ডায়মন্ডহারবার এফসি ৪-০ গোলে হারাল এফসিআইকে। রাহুল কুমার পাসোয়ান দুটি ও হিমাংশু পাটিল, অয়ন মন্ডল একটি করে গোল করেন। পিয়ারলেস ও আর্মি রেড ম্যাচ ১-১ গোলে শেষ হয়েছে।