কলকাতা লিগে স্থায়ী ট্রফির আনলেন আইএফএ সচিব অনির্বান

0

◆সত‍্যেন্দ্র ফুড প্রোডাক্টের ডিরেক্টর সিমরান সাহুর সঙ্গে আইএফএ সচিব অনির্বান দত্ত। ইনসার্টে নতুন লিগ ট্রফি। ◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : অতীতে দেখা গিয়েছে কলকাতা লিগ চ‍্যাম্পিয়ন হওয়ার পর ময়দান মার্কেট (বিধান চন্দ্র মার্কেট, ধর্মতলা) থেকে একটা ট্রফি কিনে চ‍্যাম্পিয়ন দলকে দেওয়া হত। এবার সেই বস্তাপচা ভাবনা থেকে সরে এসে স্থায়ী ট্রফি নিয়ে এলেন আইএফএ সচিব অনির্বান দত্ত। এবার থেকে নির্দিষ্ট ট্রফি প্রিমিয়ার লিগ চ‍্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়া হবে। এমনটাই শনিবার সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন আইএফএ সচিব অনির্বান দত্ত। এমন উদ‍্যোগ আইএফএ – এর ইতিহাসে প্রথম।

এই সেই শতাব্দী প্রাচীন কলকাতা লিগের নয়া ট্রফি

কলকাতা লিগের এই ট্রফিটি পুরোটায় রুপোর তৈরি। ওজন ৭ কিলোগ্রাম। এই সুদৃশ‍্য ট্রফিটি তৈরি করে দিচ্ছে ‘সত‍্যেন্দ্র ফুড প্রোডাক্ট।’ এদিন আইএফএ অফিসে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ‘সত‍্যেন্দ্র ফুড প্রোডাক্ট’-এর ডিরেক্টর সিমরান সাহু এবং ম‍্যানেজার অর্নব চক্রবর্তী। সিমরান জানান, “আইএফএ সচিব অনির্বান দত্ত আমাদের কাছে এই নতুন ট্রফির প্রস্তাব নিয়ে এসেছিলেন। আমরাও সেই প্রস্তাব গ্রহণ করেছি। বাঙালির রক্তে ফুটবল আছে। এমন একটা ভাল কাজে যুক্ত হতে পেরে ভাল লাগছে।”

সত‍্যেন্দ্র ফুড প্রোডাক্টের ডিরেক্টর সিমরান ও ম‍্যানেজার অর্ণব চক্রবর্তীর সঙ্গে অনির্বান দত্ত ও সভাপতি অজিত ব‍্যানার্জি

আইএফএ সচিব অনির্বান দত্ত জানান,”আইএফএ হল রাজ‍্য ফুটবল নিয়ামক সংস্থা। তার একটা নিজস্ব পরিচিতি আছে। কাজেই কলকাতা লিগের স্থায়ী ট্রফি থাকাটা খুব জরুরি। যেমন আইএফএ শিল্ড আছে তেমনি কলকাতা ফুটবল লিগেরও স্থায়ী ট্রফি থাকা উচিত। সেই ভাবনা নিয়েই এই পদক্ষেপ। ধন‍্যবাদ জানাই সত‍্যেন্দ্র ফুড প্রোডাক্টকে। তারা আমাদের প্রস্তাবে স্বতঃস্ফূর্তভাবে রাজি হয়ে এগিয়ে এসেছেন।”

সাংবাদিক সম্মেলনে আইএফএ কর্তাদের সঙ্গে সত‍্যেন্দ্র ফুড প্রোডাক্টের দুই আধিকারিক

আইএফএ সভাপতি অজিত ব‍্যানার্জি বলেন,”সত‍্যিই আমাদের লিগের একটা স্থায়ী ট্রফির খুব দরকার ছিল। এই ট্রফিই লিগের পরিচিতি বহন করবে। আমাদের এই ভাবনার সঙ্গে সহমত হয়ে এগিয়ে আসার জন‍্য সত‍্যেন্দ্র ফুড প্রোডাক্টকে অসংখ‍্য ধন‍্যবাদ জানাই।” আইএফএ সহ সচিব রাকেশ ঝাঁ (মুন) বলছিলেন,”এই সুন্দর ট্রফিটিই আমাদের লিগের একটি বিশেষ পরিচিতি দেবে। গত বছর থেকেই সচিব অনির্বান দত্ত এই বিষয় নিয়ে ভাবছিলেন। আমরাও বলেছিলাম এটা খুব দরকার। সত‍্যিই বলছি খুব ভাল কাজ হয়েছে। সত‍্যেন্দ্র ফুড প্রোডাক্ট যে ভাবে আইএফএ-এর পাশে দাঁড়ালেন তা প্রশংসনীয়।”

প্রসঙ্গত উল্লেখ‍্য, লিগের এই নতুন ট্রফিটি তৈরির কাজ চলছে। আগামী দেড় মাসের মধ‍্যে লিগের এই স্থায়ী ট্রফি পৌঁছে যাবে আইএফএ অফিসে। এই ট্রফিটি যাতে আমজনতা আগাম দেখতে পায় তার ভাবনা চিন্তাও করছেন আইএফএ কর্তারা। এদিন সাংবাদিক সম্মেলনে ‘সত‍্যেন্দ্র ফুড প্রোডাক্টের ডিরেক্টর সিমরান সাহু,ম‍্যানেজার অর্নব চক্রবতী ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ-এর সচিব অনির্বান দত্ত,সভাপতি অজিত ব‍্যানার্জি, সহ সভাপতি স্বরূপ বিশ্বাস, সহসচিব রাকেশ ঝাঁ (মুন), নজরুল ইসলাম (মুন্না) এবং সুফল গিরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here