কলকাতা রেফারিজ সংস্থায় ফিরল পুরোনো স্পনসর

0

◆রেফারিদের জার্সি উন্মোচনে আইএফএ-এর কর্তারা। শনিবার সন্ধ‍্যায় সিআরএ তাঁবুতে◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : গত বছর থেকেই ঘুরে দাঁড়াচ্ছে কলকাতা রেফারিজ সংস্থা। ১৯৩২ সালের এই সংস্থা যুগোপযোগী হতে যেন প্রতিজ্ঞাবদ্ধ। গত বছর সংস্থার সচিব পদে এসে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন উদয়ন হালদার। এবার তো রেফারি সংস্থার আসন্ন নির্বাচনের অনেক আগেই ফের সচিব নির্বাচিত হয়ে গিয়েছেন উদয়ন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমার মধ‍্যে সচিব পদে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেননি। কাজেই সচিব পদে উদয়ন হালদার অটোমেটিক চয়েস হয়ে আগামী দুই বছর সিআরএ-এর সচিব পদে থাকছেন।

সিআরএ-এর অনুষ্ঠানে রেফারিরা। শনিবার সন্ধ‍্যায় সিআরএ তাঁবুতে

রবিবার প্রিমিয়ার ডিভিশনের লিগ শুরু হচ্ছে। তার ১২ ঘন্টা আগে সিআরএ তাদের নতুন স্পনসরের নাম ঘোষণা ও জার্সি উন্মোচন করে ফেলল। শনিবার সন্ধ‍্যায় সিআরএ তাঁবুতে ছোট্ট অনুষ্ঠানের মধ‍্যে দিয়ে জার্সি ও স্পনসর ঘোষণা করা হল। প্রসঙ্গত, কয়েক বছর আগেও এই শ‍্যাম স্টিল কোম্পানি সিআরএ-এর স্পনসর ছিল।

শ‍্যাম স্টিল কোম্পানির সঙ্গে দুই বছরের চুক্তি করল সিআরএ। এদিন রেফারিদের জন‍্য ট্র‍্যাক শ‍্যুট, জার্সি, ব‍্যাগ, টি-শার্ট দেওয়ার কথা ঘোষণা করা হল। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইএফএ সচিব অনির্বান দত্ত,সভাপতি অজিত ব‍্যানার্জি,চেয়ারম‍্যান সুব্রত দত্ত, সহসভাপতি স্বরূপ বিশ্বাস, তিন সহসচিব সুফল গিরি,রাকেশ ঝাঁ(মুন) ও নজরুল ইসলাম। ছিলেন আইএফএ-এর প্রাক্তন সচিব জয়দীপ মুখার্জি ও ম‍্যাচ কমিশনার সুদেষ্ণা মুখার্জি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here