এবার ডুরান্ড থেকে ছিটকে গেল এটিকে মোহনবাগানও

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ইমামি ইস্টবেঙ্গলের পরে এবার এটিকে মোহনবাগানও ডুরান্ড কাপ থেকে ছিটকে গেল। পর পর ইস্টবেঙ্গল, নৌ সেনাকে হারিয়েও কোনও কাজে এল না। বরং ডুরান্ডে তাদের প্রথম ম‍্যাচে রাজস্থানের কাছে হারাটাই সবুজ-মেরুন শিবিরের কাছে টার্নিং পয়েন্ট হয়ে গেল। ইমামি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান বিদায় নিলেও বাংলার হয়ে এখন ভরসা শুধু মহমেডান স্পোর্টিং। তারা কয়েকদিন আগেই কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত করেছে।

সোমবার রাজস্থান ২-০ গোলে নৌ সেনাকে হারিয়ে দিতেই ডুরান্ড কাপ থেকে ছিটকে গেল এটিকে মোহনবাগান। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল রাজস্থান। মুম্বই সিটি ও এটিকে মোহনবাগান সাত পয়েন্টে গ্রুপ লিগের ম‍্যাচ শেষ করেছে। রাজস্থানের চার পয়েন্ট। আজ নৌসেনাকে হারানোর পর রাজস্থানও সাত পয়েন্টে পৌঁছয়। ডুরান্ড কমিটির নিয়ম অনুযায়ী পয়েন্ট সমান হলে ‘হেড টু হেড’-এর ফলাফল দেখা হয়। প্রথম সাক্ষাতে মোহনবাগানকে ৩-২ গোলে হারিয়েছিল রাজস্থান। সেই নিয়মেই কোয়ার্টার ফাইনালে চলে গেল রাজস্থান। বিদায় নিল ফেরান্দোর দল। তাদের এখন একটাই লক্ষ‍্য এএফসি কাপের ম‍্যাচ। আগামী ৭ সেপ্টেম্বর কলকাতায় কুয়ালা লামপুর সিটির বিরুদ্ধে খেলবে এটিকে মোহনবাগান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here