◆কালীঘাট লাভার্সের হ্যাটট্রিককারী রিকির সঙ্গে অপর গোলদাতা সুমিত ◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : শনিবার প্রিমিয়ার ডিভিশনের ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে মামনি অ্যান্ড আশিয়ানা পাঠচক্র জয় ছিনিয়ে নিল। এদিন তারা ইস্টার্ন রেলকে ২-০ গোলে হারাল পাঠচক্র। গোলদাতা রাহুল রায় ও সুরজিৎ শিকদার। একই গ্রুপে বড় ব্যবধানে জিতল রেনবো। তারা ৪-২ গোলে হারাল ওয়েস্ট বেঙ্গল পুলিশকে। রেনবোর হয়ে গোল করেছেন অর্ক বিশ্বাস টুডু, সাবিথ, সুনীল সার্জি ও লালনুনজামা। পুলিশের গোলদাতা কৌস্তুভ মালি ও সেখ সামিম।

একই সঙ্গে জয়ের ধারা অব্যহত রেখেছে কালিঘাট এম এস। তারা ১-০ গোলে হারাল পুলিশ এসিকে। জয়সূচক গোলটি করেছেন সৌরভ সব্বার। এফসিআই ও উয়াড়ী ম্যাচ ১-১ গোলে শেষ হয়েছে। এফসিআইয়ের বিশ্বজিৎ মুর্মু ও উয়াড়ীর হয়ে স্বরূপ সরকার গোল করেছেন।
শনিবার প্রথম ডিভিশনে গোলের মালা পড়ল মতুয়া মিলন বীথি। এবার মতুয়া বেশ ভাল দল করেও এদিন জঘন্য ভাবে হারল। মতুয়া মিলন বীথিকে ৮-১ গোলে হারাল জামশিদ নাসিরির ক্যালকাটা ফুটবল ক্লাব। উত্তম হান্ডা হ্যাটট্রিক করা ছাড়াও গোল করেছেন রাকেশ সর্দার, জগন্নাথ জানা, শ্যামল বেসরা, অরুণ অঙ্কলেসার ও মাজলুর সোরেন। মতুয়ার একমাত্র গোলদাতা সাহেব বাড়ুই। এই ম্যাচে মতুয়ার স্টপার দীপ সরকার লাল কার্ড দেখেন। মতুয়া মিলন বীথির কোচ গৌতম ঠাকুর বলছিলেন,” আজ ডিফেন্সের অতি খারাপ ফুটবলের জন্য এত খারাপ ভাবে হারতে হল। দীপের লাল কার্ড দেখাটা সমস্যা হয়েছে। এছাড়া আমাদের এক সাইড ব্যাক ও প্রথম গোলরক্ষকের জ্বর থাকায় তারাও খেলতে পারেনি। তবু ৮ গোল খাওয়াটা উচিৎ হয়নি। আমার খেলোয়াড় বা কোচিং জীবনে এত গোলে কখনও আগে হারিনি। আজ আমাদের খুব খারাপ একটা দিন”।

সৌরভ সেন ও সুনীল মান্ডির গোলে ক্যালকাটা পুলিশ ক্লাব ২-০ গোলে হারাল ইয়ং কর্নারকে। কোচ বদল করে অবশেষে জয়ে ফিরল শ্রীভূমি ফুটবল ক্লাব। শ্রীভূমি পর পর দুই ম্যাচে হেরে নতুন কোচ করে রঞ্জন ভট্টাচার্যকে। এদিন শ্রীভূমি ৩-০ গোলে হারাল সেইলকে। শ্রীভূমির তিন গোলদাতা হলেন সুমিত মজুমদার, রাজদীপ মন্ডল ও অর্জুন ভি। সুনীল রাজবংষীর গোলে সুবার্বান ১-০ গোলে হারাল ময়দানের খোকাদার তালতলা একতাকে। চাঁদনি এসসি ও মেসারার্স ম্যাচ ১-১ ড্র হয়। ১-১ গোলে ডালহৌসি ও মহমেডান এসি ম্যাচও ড্র হয়।

দ্বিতীয় ডিভিশনে কালীঘাট স্পোর্টস লাভার্স জিতেই চলেছে।
ফের হ্যাটট্রিক করলেন রিকি। পাঁচ ম্যাচে দুটো হ্যাটট্রিক মিজোরামের ফুটবলার রিকি লালরামঘাকারের। শনিবার হাওড়া ময়দানে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন ৪-১ গোলে হারাল রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবকে। দলের হয়ে অপর গোলটি করেন সুমিত কারজি। রামকৃষ্ণর হয়ে গোল করেন রাকেশ হালদার। এখনও পর্যন্ত পাঁচ ম্যাচের চারটিতে জয় কালীঘাটের। ড্র একটি।
ম্যাচ শেষে কালীঘাট স্পোর্টস লাভার্সের সর্বময় কর্তা স্বপন ( বাবুন) ব্যানার্জি বলেন,”আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হয়ে প্রথম ডিভিশনে ওঠা। ছেলেরা খুব ভল ফুটবল খেলছে। আশাকরছি আমরা চ্যাম্পিয়ন হয়েই প্রথম ডিভিশনে উঠবো”।

এদিন চতুর্থ ডিভিশনের খেলায় চৈতালি সংঘ ও কালীঘাট ফ্রেন্ডস ম্যাচ ১-১ গোলে শেষ হয়। বার্নপুর ৩-১ গোলে হারাল হোয়াইট বর্ডারকে। বার্নপুরের বিট্টু ধীবর, সোমনাথ বাউরি ও সমীর সোহেল গোল করেছেন। হোয়াট বর্ডারের গোলদাতা রাজিব মন্ডল।