ইস্টবেঙ্গল ক্রিকেট দলের মেন্টর সম্বরণ ব‍্যানার্জি

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। তবে কোচ নয়, ইস্টবেঙ্গল ক্রিকেট দলের মেন্টর হিসেবে দায়িত্ব নিলেন প্রাক্তন রঞ্জি জয়ী অধিনায়ক সম্বরণ ব‍্যানার্জি। ইস্টবেঙ্গল কর্তারা চেয়েছিলেন সম্বরণকেই কোচ করতে। কিন্তু কোচ হতে গেলে যে সময় দিতে হবে সেই সময় সম্বরণ দিতে পারবেন না। তাই মেন্টর হিসেবেই তাঁকে দলের দায়িত্ব দেওয়া হল। সম্বরণের পরামর্শেই ইস্টবেঙ্গল ক্রিকেট দলের কোচ করা হল রাকেশ কৃষ্ণান এবং সুশীল শিকারিয়াকে।

বৃহস্পতিবার বিকেলে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে সাংবাদিক বৈঠকে নতুন মরসুমের মেন্টর এবং যুগ্ম কোচের নাম ঘোষণা করেন ইস্টবেঙ্গল ক্লাব সচিব কল্যাণ মজুমদার। উপস্থিত ছিলেন ক্রিকেট সচিব মানস রায় সহ অন‍্যান‍্য কর্তারাও।

দুই কোচের সঙ্গে মেন্টর সম্বরণ ব‍্যানার্জি

কদিন আগেই প্রণব নন্দী ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে কোচ হিসেবে যোগ দিয়েছেন। প্রণব নন্দী গত ১৮ বছর ধরে ইস্টবেঙ্গলের কোচ ছিলেন। তিনি চলে যাওয়ায় ইস্টবেঙ্গলের ঘরের ছেলে সম্বরণকেই ক্রিকেট দলের ‘মাথা’ হিসেবে বেছে নিয়েছেন লাল-হলুদ কর্তারা।

দায়িত্ব নেওয়ার পর সম্বরণ ব‍্যানার্জি বলেন,”ইস্টবেঙ্গলের সাজঘরে লড়াইয়ের বিজ তৈরি হয়। ইস্টবেঙ্গলের অপর নাম লড়াই। বছরের পর বছর এই ক্লাবে খেলেছি। লড়াই করতে শিখেছি। কর্তারা আমাকে কোচ হওয়ার জন‍্য বলেছিলেন কিন্তু কর্ম ব‍্যস্ততার জন‍্য কোচের সময় দিতে পারব না। তবে মেন্টর হিসেবে আমার দায়িত্ব পালন করব। আমাদের দল যথেষ্ট ভাল। আশাকরি ভাল ফল করবে”।

এবার ক্রিকেটের দুটো ট্রফি ঘরে তুললেও সিএবি লিগে সেমিফাইনালে বৃষ্টির জন‍্য হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। এবার নতুন মেন্টর,কোচের হাত ধরে নতুন করে স্বপ্ন দেখছে ইস্টবেঙ্গলের ক্রিকেট দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here