আজ থেকে শুরু কলকাতা ফুটবল লিগ

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১১ জুলাই : প্রতিক্ষা শেষ। আজ বিকেল থেকেই শুরু হচ্ছে কলকাতা ফুটবল লিগ। দুই বছর পর ময়দানে লিগ শুরু হওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি ফুটবলার, রেফারি,কর্তা থেকে সকল ক্রীড়াপ্রমী। আইএফএ তৈরি। গত বছর শুধু প্রিমিয়ার ডিভিশনের ‘এ’গ্রপের লিগ হয়েছিল। অর্থাৎ ২০১৯ সালের পর গত দুই বছর বাকি ডিভিশনের (পঞ্চম ডিভিশন থেকে প্রিমিয়ার ‘বি’ গ্রুপ) লিগ হয়নি। এই দুই বছরে একাধিক ফুটবলারের কেরিয়ার শেষ হয়ে গিয়েছে। সব বাধা কাটিয়ে এবার নতুন করে ফিরছে ফুটবল।

জলের ট‍্যাঙ্ক বসাতে তদারকিতে ব‍্যস্ত সহসভাপতি স্বরূপ বিশ্বাস, সিএফএল কমিটি সদস‍্য স্বপন দত্ত। গত শনিবার সন্ধ‍্যায়।

আজ,সোমবার পঞ্চম ডিভিশনের গ্রুপ ‘বি’- এর দুটি ও ‘এ’ -এর চারটি ম‍্যাচ দিয়ে এবারের লিগ শুরু হচ্ছে। সব ম‍্যাচ শুরু হবে বিকেল তিনটের সময়। রাজস্থান মাঠে গ্রুপ ‘বি’-এর ম‍্যাচে মুখোমুখি হবে বাগমারি ও কারবালা স্পোর্টিং। ওয়াইএমএসএ মাঠে খেলবে পেয়ারাবাগান এফসিসি ও আরিয়াদহ স্পোর্টিং। ‘এ’ গ্রুপে চারটি ম‍্যাচে মুখোমুখি হবে, ক‍্যালকাটা এসি-সারদাচরণ এসি (টাউন), বেঙ্গল স্পোর্টিং -ওল্ড ফ্রেন্ড ইউনিয়ন (রেঞ্জার্স), ক‍্যালকাটা রেঞ্জার্স – বরনগর শিবশঙ্কর (কাস্টমস) ও ইন্ডিয়া ক্লাব – ফেডারেশন ক্লাব (তালতলা)।

মাঠে মাঠে জলের ট‍্যাঙ্ক বসে গিয়েছে।

লিগের ম‍্যাচের জন‍্য প্রতিটি মাঠে অ‍্যাম্বুব‍্যাগ পাম্পের ব‍্যবস্থা রাখছে আইএফএ। অ‍্যাম্বুলেন্স ও জলের ব‍্যবস্থাও করা হয়েছে। ময়দানের বিভিন্ন মাঠে কেএমসির জলের ট‍্যাঙ্ক বসানো হয়েছে। গত শনিবার সন্ধ‍্যায় সহসভাপতি স্বরূপ বিশ্বাস, সিএফ এল কমিটি (প্রিমিয়ার ডিভিশন) সদস‍্য স্বপন দত্তরা মাঠে হাজির থেকে জলের ট‍্যাঙ্ক বসিয়েছেন। লিগের জন‍্য আপাতত আইএফএ-এর সকল স্টাফ সকাল ১১টায় অফিস এসে কাজ শুরু করছেন। লিগ শুরু করার ক্ষেত্রে সকল ক্লাব, রেফারি,আইএফএ অফিস বেয়ারার্স – সবাই যুদ্ধকালীন পরিস্থিতিতে হাতে হাত রেখে কাজ করে চলেছেন। এখন শুধু মাঠে বল গড়ানোর অপেক্ষা। যা আজ বিকেল থেকে শুরু হতে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here