আগামী ১৫ দিনের মধ‍্যেই নতুন কোচ নিয়োগ ইস্টবেঙ্গলে

0

◆সাংবাদিক সম্মেলনে (বাঁদিক থেকে) দেবব্রত মুখার্জি,সন্দীপ আগরওয়াল ও রজত গুহ◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন: সব কিছু ঠিক থাকলে আগামী ১৫ দিনের মধ‍্যেই নতুন কোচ নিয়োগ করতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। শনিবার ক্লাব তাঁবুতে প্রায় তিন ঘন্টা বৈঠকের শেষে এমনটাই জানালেন ইমামি প্রতিনিধি দেবব্রত মুখার্জি। সূত্রের খবর, এখনও পযর্ন্ত ইস্টবেঙ্গলের কোচের দৌড়ে আপাতত এগিয়ে আছেন ওড়িশা এফসির কোচ জোসেফ গোম্বাউয়ের। ক্লাব কর্তা ও লগ্নিকারীদের সঙ্গে কোচ জোসেফের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়েছে। জানা গিয়েছে, জোসেফ এই মুহুর্তে শহর কলকাতাতেই আছেন।

ইস্টবেঙ্গলের মিউজিয়াম দেখার ফাঁকে লগ্নিকারীর প্রতিনিধি সন্দীপ আগরওয়ালের সঙ্গে দেবব্রত সরকার। শনিবার ক্লাব তাঁবুতে

এদিন ক্লাব তাঁবুতে প্রায় তিন ঘন্টার বৈঠকে উপস্থিত ছিলেন লগ্নিকারীর সন্দীপ আগরওয়াল,দেবব্রত মুখার্জি ও ক্লাবের দেবব্রত সরকার এবং সৈকত গাঙ্গুলি। বৈঠক শেষে লগ্নিকারীর দেবব্রত মুখার্জি বলেন,”খুব ভাল আলোচনা হয়েছে। আমরা আগামী ১৫ দিনের মধ‍্যে নতুন কোচ নিয়োগ করব। তারপর কোচের পরামর্শেই দল গড়া হবে।” গতবছর ফুটবল নিয়োগের ক্ষেত্রে ইস্টবেঙ্গল ক্লাবের কর্তাদের গুরুত্ব দেওয়া হয়নি। এবছর কি ক্লাবের কর্তাদের দল গঠনে সামিল করা হবে? উত্তরে দেবব্রত মুখার্জি বলেন,”এখানে সবাই এক। একটাই দল। সবাই মিলে আলোচনা করেই দল গড়ব।”

ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলেন, “যেকোনও মিটিং আমি পজিটিভ হিসেবে দেখি। আজকের বৈঠকে অনেক কিছুই আলোচনা হয়েছে। সবে কলির সন্ধ‍্যে। এখনও অনেক কিছুই বাকি আছে।” বাজেট নিয়ে কোনও আলোচনা হয়েছে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে দেবব্রত সরকার বলেন,”বাজেট নিয়ে কোনও আলোচনা হয়নি। আসলে কোচ নিয়োগের পর ফুটবলারদের পাওয়ার জন‍্য চেষ্টা করা হবে। কোন প্লেয়ার পাবো আর পাবো না তার উপর বাজেট ঠিক হবে। প্রয়োজনে আমরা কো-স্পনসর আনার চেষ্টা করব।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here