ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : সৌরভ গাঙ্গুলির আরও দায়িত্ব বেড়ে গেল। এবার আইসিসি’র ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে বসছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। বোর্ড সূত্রের খবর। এতদিন এই পদে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে ৷ সেই ২০১২ সাল থেকে আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব ছিলেন কুম্বলে। পরে ২০১৬ সালে তাঁকে চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয়। তারও পরে ২০১৯ সালে তৃতীয়বারের জন্য কুম্বলেকে আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান নিয়োগ করা হয়। এবার সেই পদে বসছেন বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। সৌরভকে আইসিসির ক্রিকেট কমিটির পর্যবেক্ষক পদ থেকে সরিয়ে এবার সরাসরি চেয়ারম্যান করা হল ৷ জানা যায়, আইসিসি ক্রিকেট কমিটির কাজ হল, ক্রিকেট সংক্রান্ত নিয়ম এবং বিধানগুলিকে সঠিকভাবে বলবৎ করা ৷