আইএফএ থেকে সরে যাচ্ছে স্পনসর SNU!

0

◆২১সেপ্টেম্বর স্পনসর হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার মুহূর্ত◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন: আইএফএ থেকে স্পনসর হিসেবে সরে যাচ্ছে SNU (সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি)! মাত্র সাতদিন আগে (২১ সেপ্টেম্বর ) মধ‍্য কলকাতার এক পাঁচতারা হোটেলে আইএফএ-এর সঙ্গে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে গাঁটছড়া বেঁধে ছিলেন টেকনো গ্রুপের SNU -এর কর্ণধার সত‍্যম রায় চৌধুরী। কিন্তু আজ, বুধবার SNU – দফতর থেকে মেল করে আইএফএকে জানিয়ে দেয়, তারা আর স্পনসর হিসেবে থাকতে চাননা। SNU-এর এমন অপ্রত‍্যাশিত মেল পেয়ে অবাক আইএফএ।

এই ব‍্যাপারে আইএফএ সচিব অনির্বান দত্তকে জিজ্ঞাসা করলে তিনি বলেন,”একটা মেল এসেছে। তবে এই মুহূর্তে কোনও মন্তব‍্য করতে চাই না। কথা বলে সমস‍্যাটা জানার চেষ্টা করব। তারপর মন্তব‍্য করতে পারব।”

প্রসঙ্গত উল্লেখ‍্য, সুপার কাপ থেকে আইএফএতে নতুন করে স্পনসর হিসেবে চুক্তি করেছিলেন সত‍্যম রায় চৌধুরী। এমনকি ২১ সেপ্টেম্বর সত‍্যমবাবু সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, “আমরা আইএফএ-এর সঙ্গে লংটার্মে যেতে চাই। আইএফএ ইচ্ছে করলে যেকোনও দিন দীর্ঘমেয়াদী চুক্তি করতে পারে। আমরা আইএফএ-এর সঙ্গে আছি,থাকব।” – সাত দিন আগে এমন মন্তব‍্য করার পর কেন তিনি আইএফএ-এর সঙ্গ ত‍্যাগ করতে চলেছেন? SNU -এর কর্ণধার সত‍্যম রায় চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা যায়নি। শোনা যায় তিনি আগরতলা গিয়েছেন। সম্ভবত বুধবার রাতে তাঁর কলকাতায় ফেরার কথা। SNU -এর পক্ষ‍্য থেকেও সংবাদ মাধ‍্যমকে কোনও বিবৃতি দেওয়া হয়নি। সমস‍্যাটা ঠিক কি তা এখনও পযর্ন্ত রহস‍্যই আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here