ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১৪ সেপ্টেম্বর : আর এক বিদেশি ডিফেন্ডারকে সই করাল এসসি ইস্টবেঙ্গল। আজ মঙ্গলবার, জানিয়েছেন এসসি ইস্টবেঙ্গলের কর্তারা
টমিস্লাভ মার্সেলো। অস্ট্রেলিয়ার পারথে জন্ম। কিন্তু তিনি বড় হয়েছেন ক্রোয়েশিয়ায়। তাঁর উচ্চতা চোখে পড়ার মতো। ছ’ফুট চার ইঞ্চির এই ডিফেন্ডার আগে খেলতেন অস্ট্রেলিয়ার পারথ গ্লোরিতে। ২০১৮ সালে টমিস্লভ সই করেন সেই দলে। এ-লিগ প্রিমিয়ারশিপ জিতেছিল পারথ গ্লোরির হয়ে। এছাড়াও ক্রোশিয়ার একাধিক ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে।
এসসি ইস্টবেঙ্গলের নতুন স্প্যানিশ কোচ ম্যানুয়াল মানোলো ডিয়াজ এই বিদেশি স্টপারকে পছন্দ করে দলে নিলেন। ভারতীয় ফুটবলে প্রথমবার খেলতে এদিনই লাল হলুদ ব্রিগেডের সঙ্গে চুক্তিবদ্ধ হন অজি ডিফেন্ডার। টমিস্লভ জানিয়েছেন, ” ইস্টবেঙ্গল ক্লাবের নাম শুনেছি। ঔতিহ্য আছে। নিজের সেরাটা দেব। আমি দলের রক্ষণে নির্ভরতা দেওয়ার পাশাপাশি ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। দলের আভ্যন্তরীণ সুস্থ পরিবেশ ভাল পারফরম্যান্সের জন্য গুরুত্বপূর্ণ ৷ দলের পক্ষে যা কিছু ভাল, তা করার জন্য আমার তরফ থেকে কোনও চেষ্টার ত্রুটি থাকবে না। শুনেছি, ইস্টবেঙ্গলের সমর্থকরা দল নিয়ে আবেগপ্রবণ। ওদের খুশি করতে আমরা নিজেদের নিংড়ে দেব।” উল্লেখ্য, এক বছরের জন্য টমিস্লভের জন্য চুক্তি করল ইস্টবেঙ্গল।